ইউরোপের সকল দেশের ভর্তির
আবেদনের সময়:
জার্মানি
জার্মানি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়:
বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বছরে ২ বার আবেদন করা যায়। একটি সামার যার সময়সীমা ( ১ ডিসেম্বর – ১৫ জানুয়ারী ) এবং অন্যটি উইন্টার, সময়সীমা ( মে – ১৫ জুলাই )।
ভাষার যোগ্যতা হিসেবে IELTS 6 or German Language B1/B2 অথবা দুটাই লাগে। তবে IELTS 6.5 (Each module 6 minimum) থাকলে আপনি ভিসার ক্ষেত্রে SAFE ZONE এ থাকবেন। কোন কোন ইউনিভার্সিটি/সাবজেক্ট এর জন্য GRE ও লাগে।
ফিনল্যান্ড
ফিনল্যান্ডেরবিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়
দুটি সেমিস্টারে ফিনল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এগুলো হচ্ছে-
§ Autumn সেমিস্টার: আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত
§ Spring সেমিস্টার: জানুয়ারি থেকে জুলাই
সুইডেন
সুইডেনে আবেদনের সময় :
সুইডেনে বছরে দুটি সেমিস্টার। একটির মেয়াদ আগস্টের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। অপরটি মধ্য জানুয়ারি থেকে জুন/আগস্ট পর্যন্ত। আবেদন ফি সাধারণত ৯০০ সুইডিশ ক্রুনা ।
ডেনমার্ক
ডেনিশ ইউনিভার্সিটি আবেদনের সময়সীমাঃ
সাধারণত ইইউ এর বাইরের শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ১৫ জানুয়ারী পর্যন্ত। ক্লাশ শুরু সেপ্টেম্বর মাসে। তবে আবেদনের সময়সীমা কোর্স ও লেভেল ভেদে ভিন্ন হয়ে থাকে। তাই, আপনার পছন্দের পছন্দের কোর্স কো – অর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন।
আয়ারল্যান্ড
আইরিশ ইউনিভার্সিটিতে আবেদনের সময়:
আইরিশ ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীরা ভর্তি হতে পারে বছরে একবার। আবেদন করতে হয় ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। আবার কিছু কিছু কলেজ-ইউনিভার্সিটিতে বছরে দুবারও ভর্তির সুযোগ দেয়। এটা লেবেল ও ইউনিভার্সিটি অনুসারে বিভিন্ন হয়। দেশটির বিশ্ববিদ্যালয়ের ‘ভর্তি শাখা’ বরাবর প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ আবেদন করতে হয়।
নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস এর বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমাঃ
ডাচইউনিভার্সিটিগুলোতে বছরে ২ বার আবেদন করা যায় অর্থাৎ ২ টি সেশন। একটি উইন্টার যার আবেদনের সময় সেপ্টেম্বর থেকে শুরু -ডিসেম্বর/জানুয়ারী পর্যন্ত এবং সামার যার আবেদনের সময় ফেব্রুয়ারী থেকে শুরু-জুলাই/আগস্ট পর্যন্ত।
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড এর বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময়সীমা:
• ক) ফল সেমিস্টার: 1 ডিসেম্বর - 30 এপ্রিল
• খ) স্প্রিং সেমিস্টার: 1 মে - 30 নভেম্বর
নরওয়ে
নরওয়ে এর বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমাঃ
তবে সাধারণত নভেম্বর/ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বিদেশী শিক্ষার্থীরা আবেদন করতে পারে। নরওয়েতে একেক ইউনিভার্সিটিতে একেক সময় দিতে পারে। তাই আবেদনের সময়সীমা জানতে হলে আপনাকে সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইট এ খুঁজে দেখতে হবে ।বলে রাখা ভাল, কিছু ইউনিভার্সিটিতে কোন কোন ক্ষেত্রে প্রি-যোগ্যতার শর্ত থাকে, তাই একটু আগে থেকেই ভাল করে ইউনিভার্সিটির ওয়েবসাইট এ চোখ রাখা ভাল।
বেলজিয়াম
বেলজিয়াম এর ইউনিভার্সিটি/কলেজ এ আবেদনের সময়:
বেলজিয়ামে বছরে সাধারণত ১ বার আবেদন করা যায়। সেটা ফেব্রুয়ারী/মার্চের দিকে। ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রথমেই আপনাকে চেক করতে হবে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বেলজিয়ান ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সমমান হয়েছে কি না।
অস্ট্রিয়া
অস্ট্রিয়ান ইউনিভার্সিটি তে আবেদনের সময়:
অস্ট্রিয়ান ইউনিভার্সিটি তে সাধারণত বছরে ২ বার আবেদন করা যায়। একটি হচ্ছে সামার যার সময়সীমা (১ ডিসেম্বর – ৫ ফেব্রুয়ারী) এবং অন্যটি উইন্টার যার সময়সীমা (১ মার্চ – ৫ সেপ্টেম্বর)। ইউনিভার্সিটিতে আবেদনের জন্য আপনাকে আপনার একাডেমিক মূল ও ফটোকপি ডকুমেন্টস (এস.এস.সি, এইচ.এস.সি, ব্যাচেলর, মাস্টার্স) শিক্ষাবোর্ড/ইউনিভার্সিটি (রেজিস্ট্রার), শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রণালয়, অস্ট্রিয়ান কনস্যুলেট/এমব্যাসি থেকে সত্যায়িত করতে হবে।
এস্তোনিয়া
এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়
সাধারণত প্রত্যেক বছর Autumn Intake (September-October Session-এ) এ University-গুলোতে Admission-নেওয়া হয়। । University-তে Online Application-এর প্রয়োজন পড়ে। Application-এর সময়সীমা সাধারণভাবে প্রত্যেক বছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত। আপনাকে বেশীর ভাগ University-এর Website-এ প্রবেশ করে সেখানকার International Admission Office-এর Address-টি সংগ্রহ করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় আলোচনা করতে হবে।
হাঙ্গেরি
হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়:
হাঙ্গেরিতে সাধারণত বছরে ২ বার আবেদন করা যায়। একটি হল ১ এপ্রিল থেকে ১ জুলাই এবং অপরটি ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর। সময় পরিবর্তিত হতে পারে। তাই, সাম্প্রতিক তথ্যের জন্য ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করুন।
স্পেন
স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় :
স্পেনে সাধারনত প্রতিবছর ডিপ্লোমা,স্নাতক,স্নাতকোত্তর ও গবেষণামূলক/PhD কোর্সে অক্টোবর থেকে শিক্ষাবছর শুরু হয়। তাই প্রতিবছর অক্টোবরের আগেই বিভিন্ন কোর্সে ভর্তির আবেদন গ্রহন করা হয়।
ফ্রান্স
ফ্রান্সের ইউনিভার্সিটিতে আবেদনের সময়:
ফ্রান্সের ইউনিভার্সিটিতে বিদেশী শিক্ষার্থীরা সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে, সময় ইউনিভার্সিটি/কোর্সভেদে ভিন্ন হতে পারে।
গ্রিস
গ্রিসের বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়
গ্রিসে প্রায় সব বিষয়ে পড়ার সুযোগ আছে। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার মাধ্যম গ্রীক এবং ইংরেজি। সাধারণত জুন, জুলাই – সেপ্টেম্বর এর দিকে বিদেশী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারে। তবে সময় প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে।
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র এর ইউনিভার্সিটিতে আবেদনের সময়:
বছরে ২ টা সেশানে অ্যাপ্লাই করা যায় নভেম্বর/ডিসেম্বর এবং এপ্রিল/মে। টিউশন ফি প্রতি বছরে ২০০-১৪০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। রেজাল্ট কমপক্ষে ৬০% থাকা ভালো।
ইতালি
ইতালি ইউনিভার্সিটিতে আবেদনের সময়:
Mid-April to mid-May: contact the Italian embassy/consulate to receive a Letter of Academic Eligibility and Suitability (Dichiarazione di Valoro in Loco).
Deadlines for applications may vary according to each institution, so always check with the university you are interested in and try to apply as early as possible.
লাটভিয়া
লাটভিয়া এর বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমাঃ
Spring intake usually starts in November and runs until December with studies starting in February. Autumn intake usually starts in March and is open until July or August with studies starting in September. Be aware that intake deadlines may be set earlier depending on your citizenship.
লিথুয়ানিয়া
লিথুয়ানিয়া এর বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমাঃ
There are 2 categories of applications:
Students from the EU/EEA – complete a general application form between June and July. You can find the form on the LAMA BPO website (I know, hilarious name, but it stands for the Association of Lithuanian Higher Education Institutions).
Students from outside the EU/EEA – apply directly at the university of your choice, and these applications take place in the month of July.
পর্তুগাল
পর্তুগীজ বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়:
পর্তুগীজ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার , পিইচডি প্রোগ্রামে সাধারণত বছরে ০২ টি সেশনে আবেদনের সুযোগ আছে। আবেদনের সমকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি এবং এপ্রিল থেকে জুলাই পর্যন্ত। পর্তুগালে আবেদনের জন্য আইইএলটিএস (IELTS) বাধ্যতামূলক নয়, কিন্তু ইংরেজিতে কথা বলার মত ভাল দক্ষতা থাকা ভাল। আইইএলটিএস (IELTS) থাকলে ভিসা পেতে সহজ হয়।
স্লোভাকিয়া
স্লোভাকিয়া বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়:
Slovakia-তে সাধারণত Autumn Session-এর জন্য শিক্ষার্থীদের জন্য Admission-এর জন্য Application Offer-করা হয় এবং September কিংবা October-এর দিকে Academic কার্যক্রম-শুরু হয়। প্রত্যেক বছর March মাসে থেকে Admission-এর জন্য Application গ্রহণ করা শুরু হয় এবং June মাসের মাঝামাঝি পর্যন্ত সময় থাকে Application Submission-করার জন্য। University-এর Website-এ গিয়ে Online-এ Application-করতে হবে। সাধারণত Slovakia-এর University-গুলোতে Admission পাওয়ার জন্য IELTS, TOEFL, PTE-এর মতো কোনও English Proficiency Test Score-এর কোনও বাধ্যবাধকতা নেই কিন্তু Admission প্রাপ্তির ক্ষেত্রে English Proficiency Test একটা বাড়তি Advantage পাওয়া যায়।
স্লোভেনিয়া
স্লোভেনিয়া -এর বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়:
সাধারণত প্রত্যেক বছর Autumn Session-এর জন্য Student Application গ্রহণ করা হয়; তবে কদাচিৎ কিছু কিছু Subject-এ কিছু কিছু University-তে Winter Session-এর জন্যও Application নেওয়া হয়। প্রত্যেক বছরের October-থেকে Slovenia-এর বেশীর ভাগ University-গুলোতে Academic কার্যক্রম শুরু হয়।
Slovenia-এর University-গুলোতে Apply-করতে হলে আপনাকে নিম্নে উল্লেখিত Link-এ গিয়ে Account-খুলে Application আরম্ভ করতে হবে। প্রত্যেক বছর February-থেকে Admission-এর জন্য Application-গ্রহণ করা শুরু হয় এবং June মাস পর্যন্ত Application-এর সময়সীমা থাকে। Account চালু হয়ে যাওয়ার পর আপনাকে Academic Year এবং আপনার পছন্দের University Choose-করে একটা Online Application Form পূরণ করতে হবে। সেখানে আপনার Personal Details চাওয়া হবে।
https://portal.evs.gov.si/prijava/?locale=en
বুলগেরিয়া
বুলগেরিয়া -এর University-গুলোতে আবেদনের সময়:
Bulgaria-এর University-গুলোতে সাধারণত Autumn অর্থাৎ September/October Session-এর জন্য Admission Offer-করা হয়ে থাকে। অল্প কিছু University-তে January/February এ Session-এও ভর্তির সুযোগ রয়েছে। Bulgaria-এর University-গুলোতে English Language-এ পড়তে হলে IELTS কিংবা TOEFL এ ধরণের কোনও English Proficiency Test-এর কোনও বাধ্যবাধকতা নেই। সাধারণ Bulgaria-এর কোনও University-তে এখন European Union-এর সদস্য নয় এমন রাষ্ট্র থেকে আসা নাগরিকদের পড়াশুনার জন্য এক বছরে গড়ে 3,300-3,500 EURO গুনতে হয়। বিশ্ববিদ্যালয় কিংবা Subject-ভেদে Tuition Fees এর কম কিংবা বেশী হতে পারে। সাধারণ প্রত্যেক বছরের February কিংবা March মাসে Admission-এর জন্য Application নেওয়া আরম্ভ হয়, কোনও কোনও University May মাস থেকেও Admission-এর জন্য Application গ্রহণ করা শুরু করে। August কিংবা September-এর মাঝামাঝি সময় পর্যন্ত Application গ্রহণ করা হয়।
ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া -এর University-গুলোতে আবেদনের সময়:
Croatia-এর University-গুলোতে Application Process অনেক জটিল এবং অনেকটা সময় সাপেক্ষ। তাই আপনাকে কমপক্ষে ছয় মাস পূর্ব থেকে Application-এর কাজ শুরু করতে হবে। February এবং July বছরে এ দুইবার Admission-এর জন্য Application করা যায়। Master programme-এর ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনও সময় July-এর দিকেও Application Start করার সুযোগ রয়েছে। Croatia-এর বেশীর ভাগ University-গুলোতে Admission এর ক্ষেত্রে IELTS-এর বাধ্যবাধকতা নেই।
বিস্তারিত:–https://www.studij.hr/calendar
সাধারণত প্রত্যেক বছরের September কিংবা October মাস থেকে Croatia-তে Academic Session-শুরু হয়।
রোমানিয়া
রোমানিয়া এর University-গুলোতে আবেদনের সময়:
সাধারণত প্রত্যেক বছর Autumn Intake (September-October Session-এ) এ University-গুলোতে Admission-নেওয়া হয়। Romania-এর বেশীর ভাগ University-তে Hard-copy এর মাধ্যমে Admission Application গ্রহণ করা হয়। বর্তমানে University-তে Online Application-এর প্রয়োজন পড়ে। Application-এর সময়সীমা সাধারণভাবে প্রত্যেক বছরের 2nd May থেকে 31st July.

No comments:
Post a Comment