প্রথম প্রস্ততি


বিদেশে পড়াশুনা করার প্রথম ধাপঃ 
  1. বিদেশে পড়াশুনা করার মানসিকতা থাকলে আপনাকে ফার্স্ট যে কাজ টি করতে হবে সেটা হলো দেশ নির্বাচন করা. এটি আপনার যোগ্যতা অনুযায়ী করতে হবে।
  2. সেকেন্ড কাজ হলো আপনাকে ইউনিভার্সিটি খুঁজে তার রিকুইরেমেন্ট গুলো ভালো করে দেখে সেই অনুযায়ী পাপেরস রেডি করা।
  3. তারপর ইউনিভার্সিটি তে টাইম অনুযায়ী এপ্লিকেশন করা।
  4. সুতরাং আপনার প্রথম কাজ হলো আপনার রেজাল্ট ও অনন্যা যোগ্যতা অনুযায়ী দেশ নির্বাচন করতে হবে।
  5. দেশ নির্বাচন করতে গিয়ে অনেকে দেখেন কোন দেশে কেমন সুযোগ আবার অনেক সময় দেখেন যে কোন দেশ কত উন্নত। এভাবে দেশ নির্বাচন করলে আপনার টাকা নষ্ট ছাড়া কিছু না।
  6. আগে দেখবেন আপনার যোগ্যতার সাথে ইউনিভার্সিটি এর রিকুইরেমেন্ট গুলো যায় কিনা। এই ভাবে নিজেকে প্রস্তুত করলে আশাকরি আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না।
  7. দশবার ট্রাই করে একটা ভালো দেশ এ যাওয়ার থেকে আমি মনে করি একবারে কোনো একটা দেশে আগেথেকে পৌঁছানো ভালো হবে। বর্তমান পরিস্তিতি বিবেচনা করে। কারণ দিন যেটা যাচ্ছে সেটাই ভালো আগামী দিন টি যেন কঠিন হয়ে সামনে আসছে।

 আপনাকে ইউনিভার্সিটি খুঁজে তার রিকুইরেমেন্ট গুলো ভালো করে দেখে সেই অনুযায়ী পাপেরস রেডি করতে হবে। 
পাপেরস রেডি করার প্রথম ধাপঃ
এখানে সব পাবেন--
দ্বিতীয় ধাপঃ 
এখানে সব পাবেন--


No comments:

Post a Comment