উচ্চশিক্ষা

 সার্বিয়া তে উচ্চশিক্ষা!!!!

সার্বিয়া সম্পর্কে কিছু কথা:

১৩৪৫ সালে সার্বিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল: এটি বালকানদের একটি বিশাল অংশ বিস্তৃত ছিল। ১৫৪০ সালে অটোমান সাম্রাজ্য সার্বিয়াকে যুক্ত করে।

১৭১৭ সালে অটোমান শাসনের বিরুদ্ধে সার্বীয় বিপ্লবের সাফল্যের ফলে সার্বিয়ার প্রিন্সিপালটির জন্ম হয়, যা ১৮১৭সালে ডি-ডিক্টো স্বাধীনতা অর্জন করে এবং শেষ পর্যন্ত ১৮৭৮ সালের বার্লিন কংগ্রেসে গ্রেট পাওয়ার দ্বারা স্বীকৃতি লাভ করে। বালকান যুদ্ধে বিজয়ী হিসাবে ১৯১২–১৯১৩, সার্বিয়া বার্ডার ম্যাসেডোনিয়া, কসোভো এবং রাউকা (ওল্ড সার্বিয়া) ফিরে পেল। ১৯১৮ সালের শেষের দিকে ভোজভোদিনা অঞ্চল অস্ট্রিয়া-হাঙ্গেরি থেকে স্লভেনিজ, ক্রোয়েটস এবং সার্বের প্যান-স্লাভিক রাজ্যের সাথে একত্রিত হওয়ার জন্য তার বিচ্ছিন্নতা ঘোষণা করেছিল; ১৯১৮ সালের ১ ডিসেম্বর সার্বিয়া কিংডম ইউনিয়নে যোগ দেয় এবং দেশটিকে সার্ব, ক্রোয়েটস এবং স্লোভেনিজ রাজ্যের নাম দেওয়া হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সার্বিয়া তার বর্তমান সীমানা অর্জন করেছিল, যখন এটি ফেডারেল পিপলস রিপাবলিক অফ ইউগোস্লাভিয়ার মধ্যে ফেডারেল ইউনিটে পরিণত হয় (নভেম্বর ১৯৪৫ সালে ঘোষিত)। নব্বইয়ের দশকে একের পর এক যুদ্ধে যুগোস্লাভিয়ার বিচ্ছেদ হওয়ার পরে, মন্টিনিগ্রোর সাথে স্বল্পকালীন ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে সার্বিয়া আবারো ৫ জুন ২০০৬-এ আবার স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।

পশ্চিমে দেশটির সীমানা ঘেঁষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্র এবং ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের স্লাভোনিয়ান অঞ্চল। সার্বিয়া উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া এবং বুলগেরিয়া, দক্ষিণে উত্তর ম্যাসেডোনিয়া এবং দক্ষিণ-পশ্চিমে মন্টিনিগ্রো সংযুক্ত করেছে।

কেন যাবেন সার্বিয়া?

১. প্রথমত বলতে হয় সার্বিয়াতে টিউশন ফি সবথেকে কম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যেটি কিনা ৫০০ ইউরো থেকে ৩০০০ ইউরো পর্যন্ত।

২. এছাড়া এখানে লিভিং কস্ট অনেক কম যেটি কিনা 50 থেকে 90 এর ভিতর আপনি রুম অথবা ইউনিভার্সিটি এর হোস্টেল এ সিট পেয়ে যাবেন। (১৫০ ইউরোতে একমাসের থাকা খাওয়া কমপ্লিট হয়ে যাবে।)

৩. এরপর বলতে হয় এখানে আইএলটিএস এবং রেজাল্টের কোন রেস্ট্রিকশন বা ধরাবাধা নিয়ম নেই।

৪. এরপর আসি ভিসা রেসিও তে , এখানে 100% ভিসা রেশিও বলা যায় যদি কিনা আপনার কাগজপত্র সব ঠিকঠাক থাকে তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন।

. আপনি যদি স্টুডেন্ট হিসেবে ইউরোপের কোন একটি দেশে থাকেন সেখানে থেকে অন্যান্য দেশে যাওয়া আপনার জন্য অনেক সহজ হবে যেটি কিনা বাংলাদেশ থেকে অতটা সহজ নয়। কারণ যখন আপনি ইউরোপের কোনো একটি দেশে যাওয়ার সামর্থ্য রাখেন সেখান থেকে ক্রেডিট ট্রান্সফার বা ভিজিট ভিসার জন্য আবেদন করলে অ্যাম্বাসেডর তখন দেখবে অবশ্যই আপনার সামর্থ্য আছে তা না হলে আপনি এখানে পড়তে আসতে পারেননি। আর আপনি সার্বিয়া থেকে এর পাশের দেশ হাঙ্গেরিতে সহজে ভিজিট ভিসায় যেতে পারবেন কারণ যখন আপনার সামার চলবে তখন আপনি যেকোন জায়গায় ঘুরতে যাওয়ার রাইট রাখেন। ইউরোপের সকল স্টুডেন্টরা এই সময় ঘুরতে যায় সুতরাং ৬ মাস থাকার পর আপনি যেকোন দেশ এর ভিসিট ভিসার জন্যে আবেদন করতে পারবেন এবং সহজে ভিসা পাবেন। যদি কেউ মনে করেন সার্বিয়া তে পা রেখেই পরদিন অন্য দেশে পালাবো তাহলে সেটা আপনার এবং অন্যের জন্যে বিপদ ডেকে আনবে। তাই পালানোর চিন্তা না করে সঠিক উপায়ে সঠিক পথ অবলম্বন করে সামনে এগোনো বুদ্ধিমানের কাজ হবে। এটি কোনো কঠিন কাজ নয় যদি আপনি ঠিকভাবে পা বাড়াতে পারেন।

৬. এরপরেও আপনি যদি মনে করেন যদি ভিসা না পাই!!! তাহলে আপনি সেনজেনভুক্ত দেশ এ ঢোকার আগে সার্বিয়া এর পাশের যে দেশগুলো আছে যেমন বস্নিয়া হেরজেগোভিনা, মেসিডোনিয়া এরকম দু-একটি দেশে দুই-একদিনের ট্যুরে যাবেন এবং যেয়ে আবার চলে আসবেন সার্বিয়াতে তারপর আপনি সেনজেন ভিসার জন্য আবেদন করবেন তাহলে অবশ্যই আপনার বিষয় হবে কোনভাবেই ভিসা মিস হবে না।

উপরোক্ত কারণে সার্বিয়াকে ইউরোপের ঢোকার সবথেকে সেফ জোন বলা হয় কারণ এখানে নেই কোনো আইএলটিএস এর ঝামেলা এবং রেজাল্টের রেস্ট্রিকশন। তেমন টাকা খরচ হয় না সব থেকে বড় কথা এটি সম্পূর্ন ভিসা রিস্ক ফ্রি কান্ট্রি কারণ এখানে ভিসা পেতে কোন রকম কোন ঝামেলা হয় না। অনেকে মনে করেন পর্তুগাল,পোল্যান্ড, মালটা, হাঙ্গেরি এসব দেশগুলো ইউরোপে ঢোকার সেফ জোন কিন্তু এসব দেশে ঢুকা মানে তো আপনি ইউরোপে ঢুকেই গেলেন তাহলে আর সেফ জোন লাগবে কেন ?

সার্বিয়া এর কয়েকটি বিশ্ববিদ্যালয়:

সার্বিয়াতে ১৭ টি বিশ্ববিদ্যালয় রয়েছে ৮ টি সরকারি যার ৮৫ টি অনুষদ এবং ৫১ টি অনুষদ সহ ৯ টি বেসরকারী বিশ্ববিদ্যালয়।

Public University

1. university of Belgrade

2. University of Nis

3. University of arts in Belgrade

4. University of Novi Sad

5. University of Kragujevac

6. Criminalistic and police studies University

7. State University of Novi pazar

8. University of Defence

Private University

1. Megartend university

2. Alfa University

3. Business Academy University

4. European University

5. Metropolitan University

6. Singidunum University

7. Union University

8. Educons University

প্রয়োজনীয় কাগজপত্র:

1. আপনার ডিপ্লোমার স্ক্যান কপি (উচ্চ মাধ্যমিক বা স্নাতক ডিগ্রি)

2. মার্কশিট (সার্টিফিকেট এবং মার্কশিট ইংলিশ অথবা সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। কোন কোন বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেট করা লাগে না আবার কোন কোন বিশ্ববিদ্যালয়ে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হয়।)

৩. আপনার পাসপোর্টের স্ক্যান কপি

4. বায়োডাটা

৫. টেস্টের স্কোর

৬. অর্থায়নের জন্য বৃত্তির প্রমাণ পত্র

৭. সুপারিশ পত্র (দুই থেকে তিন টি )

৮. পোর্টফোলিও বা SOP

টিউশান ফিস:

টিউশন ফি সাধারণত ৫০০ থেকে ৩০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে যেটা ইউনিভার্সিটি এবং বিষয়ভেদে আলাদা হয়ে থাকে। আবেদন করার পূর্বে আপনারা অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কোন বিষয়ের টিউশন ফি কত সেটা জেনে নিবেন।

সার্বিয়ার স্টুডেন্ট ভিসা পেতে যা যা প্রয়োজন:

১. অরিজিনাল পাসপোর্ট (দুইটি ফাকা পেজ থাকতে হবে

২. দুইটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি

৩. সার্বিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে গ্রহণকৃত একসেপ্টটেন্স লেটার

৪. সকল এডুকেশনাল ডকুমেন্টস

৫. ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট (যদি থাকে)

৬. টিউশান ফিস পেমেন্ট কপি ফর ওয়ান ইয়ার (যেটা অবশ্যই অ্যাকসেপ্ট লেটার উল্লেখ থাকতে হবে)

৭. ব্যাঙ্ক স্টেটমেন্টস

৮. পুলিশ ক্লেয়ারেন্স

৯. মেডিকেল ইন্সুরেন্স

**Students in Serbia are permitted to work part-time on their student visa.**


পার্ট টাইম জব:

সার্বিয়া তে স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারবে সপ্তাহে 20 ঘণ্টা করে। যদি আপনি মনে করেন সার্বিয়া তে যাওয়ার পর আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন তাহলে মহাশয় আপনার জন্য সার্বিয়া না। আপনি কোন রকম খেয়ে-পরে বেঁচে থাকতে পারবেন পার্ট টাইম জব করে। এছাড়া আরেকটি সুযোগ আছে পড়াশোনা শেষে আপনি যদি ফুলটাইম জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি সেখানে জব করতে পারবেন।


আপনাদের সুবিধার্থে ইন্ডিয়ায় অবস্থিত সার্বিয়া এম্বাসি এর ঠিকানা নিচে দিয়ে দিলাম:

Address:

Serbian Embassy in New Delhi, India 3/50 G. Niti Marg Chanakyapuri Chanakyapuri 110021 New Delhi India

Telephone:

(+91) 11 2687-3661 (+91) 11 2687-2073

Fax:

(+91) 11 2688-5535

E-mail:

office@embassyofserbiadelhi.net.in consul@embassyofserbiadelhi.net.in

Website:

www.embassyofserbiadelhi.net.in

সতর্কতাঃ কোন দেশে যাওয়ার পর কেউ পালানোর চেষ্টা করবেন না সঠিক পথে সঠিক উপায়ে সেনজেন ভুক্ত দেশে প্রবেশ করবেন।কমপক্ষে এক সেমিস্টার কমপ্লিট করবেন আর এর মধ্যে আশপাশের ছোটখাটো দু একটি দেশ ভ্রমণ করার চেষ্টা করবেন এবং সেখান থেকে আবার ফিরে আসবেন। তাহলে সামারে যখন আপনি ভিজিট ভিসার জন্য এপ্লিকেশন করবেন তখন আপনার ভিসা মিস হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এতে করে আপনি নিজে বাঁচবেন এবং অন্যকে বাঁচাবেন।

লেখক: আর্কিমিডিস রায়। 


সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা !!!!  Higher study in Switzerland!!!

কেমন আছেন সবাই? আশা করি, ভালো আছেন। 

আজ যে দেশটি নিয়ে লিখতে বসলাম অনেকেই এই দেশটিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দেশটির নাম সুইজারল্যান্ড। ইউরোপে যদি বহুভাষার কয়েকটি দেশের নাম উল্লেখ করতে হয় প্রথম দিকেই থাকবে সুইজারল্যান্ডের নাম। দেশটিতে চারটি জাতীয় ভাষা রয়েছে – জার্মান, ফ্রেন্স, ইতালিয়ান ও রোমান্শ। এছাড়া ইংরেজিও খুব জনপ্রিয়। সুইজারল্যান্ডকে বলা হয় ‘ওয়াটার টাউয়ার’ দেশটিতে প্রায় ১৫০০ এরও বেশি হ্রদ রয়েছে। পানি হচ্ছে সে দেশের শক্তির অন্যতম প্রধান উৎস। 
 সুইজারল্যান্ড ঘড়ির জন্যও কম পরিচিত নয়! যারা ঘড়ি ব্যবহার করেন তারা অনেকেই Rolex, Cartier, Omega, Tissot, TAG Heuer, Swatch নামগুলোর সাথে পরিচিত। এসবই সুইস ব্র্যান্ড। ‘সুইস বাংক’ এর কথা কে না জানে! বিশ্বের অনেক অনেক কোটিপতিরা টাকা রাখেন এই ব্যাংকে। বিখ্যাত এই ব্যাংক এর সদর দপ্তর সুইজারল্যান্ডের ব্যাসেল এ অবস্থিত। 

সুইজারল্যান্ডের University: 

## দেশটিতে তিন ধরণের বিশ্ববিদ্যালয় রয়েছে, এগুলো হলঃ 
UNIVERSITY 
UNIVERSITY OF APPLIED SCIENCES AND 
ARTS UNIVERSITY OF TEACHER EDUCATION

## দেশটিতে বেশকিছু প্রথম সারির বিশ্ববিদ্যালয় রয়েছে, এগুলোর মধ্যে: 
1. ETH Zurich (13th) 
2. École Polytechnique Fédérale de Lausanne (38th) 
3. University of Zurich (90th) 
4. University of Basel (94th) 
5. University of Bern (113th) অন্যতম। 

সকল সুইস বিশ্ববিদ্যালয়ের তালিকা এখানে পাবেনঃ  
https://www.studyinswitzerland.plus/list-swiss-universities/ 

বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলর্স (৩ বছর মেয়াদী), মাস্টার্স (১.৫-২ বছর মেয়াদী), পিএইচডি (৩-৫ বছর মেয়দী), ও অন্যান্য প্রোগ্রাম অফার করে থাকে। 

প্রয়জনীয় ডোকুমেন্টস: 
# হাই স্কুল ডিপ্লোমা বা এটি সমতুল্য 
# সকল ডিগ্রি সার্টিফিকেট ও সকল ট্রান্সক্রিপ্ট 

# আবেদন ফর্ম (সাবধানে পূরণ এবং স্বাক্ষরিত) 
# সনাক্তকারী নথির অনুলিপি বা আন্তর্জাতিক পাসপোর্ট এর ইনফরমেশন পেজ 
 # দুটি পাসপোর্ট সাইজের ছবি # ভাষা দক্ষতার প্রমাণ (ইংরেজি, ফরাসী, জার্মান) 
# ইংরেজি: টোফেল, আইইএলটিএস (প্রতিটি মডিউলে 5.5) 

টিউশন ফি: 

কিছু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কিছুটা বেশি টিউশন ফি নেয়। কার্যত সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য, আপনাকে প্রতি সেমিস্টারে ৫০০ সুইস ফ্রাংক এবং ২০০০ সুইস ফ্রাংক এর মধ্যে অর্থ প্রদান করতে হতে পারে। মনে রাখবেন যে আরও ছোট ছোট ফি থাকতে পারে: নিবন্ধন ফি; পরীক্ষার ফি; সেমিস্টার ফি; সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ক্রীড়া, গ্রন্থাগারের ব্যবহারের জন্য ফি; ছাত্র সমিতি ইত্যাদির জন্য ফি দিতে হতে পারে। 

 সুইজারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময়সীমা: 

• ক) ফল সেমিস্টার: 1 ডিসেম্বর - 30 এপ্রিল 
• খ) স্প্রিং সেমিস্টার: 1 মে - 30 নভেম্বর 

ভর্তির আবেদনের প্রক্রিয়া: 

ধাপ – ১: প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় খোঁজা। নিচের লিংক এ গিয়ে বিশ্ববিদ্যালয়ের মাধ্যম ও প্রোগ্রাম খুঁজতে পারেনঃ https://www.studyprogrammes.ch/en/start 

ধাপ –2: ভর্তির যোগ্যতাবলী দেখে নেওয়া। সুইজারল্যান্ডের কেন্দ্রীয়ভাবে ভর্তি পদ্ধতি নেই। প্রতিটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং নিজস্ব ভর্তির মানদণ্ড নির্ধারণ করে। নির্দিষ্ট তথ্যের জন্য আপনাকে অবশ্যই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে যোগাযোগ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির বিষয়ে কিছু সাধারণ তথ্য এখানে দেওয়া হল: স্নাতক প্রোগ্রামে ভর্তি: অবশ্যই এইচএসসি পাশ থাকতে হবে। মাস্টার্সের প্রোগ্রামে ভর্তি: যে কোন একটি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। ডক্টরাল/পিএইচডি প্রোগ্রামে ভর্তি: যে কোন একটি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। ভাষার প্রয়োজনীয়তা: যদিও সুইজারল্যান্ডে ইংরেজি মাধ্যমে স্নাতক করার সুযোগ সীমিত, তবে যেগুলোতে আছে সেখানে বিশ্ববিদ্যালয় ও বিষয় ভেদে আইইএলটিএস ৬.৫ – ৭ লাগতে পারে। আবেদনের সময়সীমা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হয়ে থাকে। 

ধাপ – ৩: আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় আবেদনের সময়সীমা, প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি পদ্ধতি এবং তালিকাভুক্তির বিষয়ে নির্দিষ্ট তথ্য সরবরাহ করবে। বিশ্ববিদ্যালয়ের তালিকা নিচের লিংক এ গিয়ে খুঁজতে পারেনঃ https://www.studyinswitzerland.plus/university-types/ 

স্কলারশিপঃ 

সুইজারল্যান্ডে বিভিন্ন ক্যাটাগরিরি স্কলারশিপ রয়েছে। 
বিস্তারিতঃ https://www.studyinswitzerland.plus/scholarships/ 

ভিসা সংক্রান্ত তথ্য : 

সুইস এমব্যাসি বাংলাদেশে থাকায় আপনাকে ভিসা আবেদনের জন্য ভারতে যেতে হবে না, যেটা অধিকাংশ দেশের জন্যই প্রয়োজন হয়। যেহেতু আপনি ইইউ সদস্যভুক্ত দেশের কেউ নন, তাই আপনাকে ন্যাশনাল ভিসার (ডি ভিসা) জন্য সুইস এমব্যাসি ঢাকা তে আবেদন করতে হবে।

ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ 
 পূরণকৃত ভিসা আবেদন ফর্ম
:https://www.sem.admin.ch/dam/data/sem/einreise/visumantragsformulare/visumantrag-visumd-en-de.pdf) , আবেদনকারীর স্বাক্ষর সহ পাসপোর্ট সাইজ ছবি (৬ মাসের পুরনো নয়) – ছবি সম্পর্কে 
 আরও একটি অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি 
 পাসপোর্ট (পুরাতন সহ, যদি থাকে) 
 বর্তমান পাসপোর্ট এর ফটোকপি (প্রতিটি আবেদন ফর্ম এর জন্য) 
 সিভি ও মোটিভেশন লেটার 
 সকল একাডেমিক কাগজপত্র 
 অফার লেটার (সুইস বিশ্ববিদ্যালয় কর্তৃক সত্যায়িত) 
 ঘোষণা পত্র যে, আপনি পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে আসবেন। 
 আর্থিক সচ্ছলতা (নিজ ব্যাংক একাউন্টে ২১০০০ সুইস ফ্রাংক এর সম পরিমাণ টাকা, 
সূত্রঃ https://www.uzh.ch/cmsssl/en/studies/application/entry/guidelines.html 
টাকা বাংলাদেশে অবস্থিত কোন ব্যাংক যার শাখা সুইজারল্যান্ডে আছে অথবা বাংলাদেশ অবস্থিত কোন সুইস ব্যাংকের শাখায় রাখতে হবে) 
 বিশ্ববিদ্যালয়ের ভাষা পরিক্ষায় পাশের নিশ্চিত পত্র 
 কমপক্ষে ১ বছরের টিউশন ফি পরিশোধের প্রমাণ কপি 
 সাম্প্রতিক আইইএলটিএস পরিক্ষার সনদ 
 স্পন্সর কর্তৃক হলফনামা (এফিড্যাভিট), যেখানে লেখা থাকবে যে, স্পন্সর আপনার সুইজারল্যান্ডে পড়াশোনাকালীন সকল খরচ বহন করবেন। 
 আয়ের উৎস (১২ মাসের ব্যাংক স্ট্যাটমেন্ট/সনদ, ইনকাম ট্যাক্স পেপার, ফিক্সড জামানত ইত্যাদি) 
 যদি ব্যাংক লোন হয় (ব্যাংককে নিশ্চিত পত্র ইস্যু করতে হবে) 

বিশেষ প্রয়োজনে এমব্যাসি অতিরিক্ত কাগজ চাইতে পারে। 

সকল কাগজ অবশ্যই অরিজিনাল দিতে হবে। যাচাইয়ের পরে গুরুত্বপূর্ণগুলো ফেরত দিয়ে দিবে। 

সকল কাগজ ক্লিপ দিয়ে সংযুক্ত করে দিতে হবে, স্ট্যাপল নয়। 
২ সেট (অরিজিনাল ও ১ সেট ফটোকপি) দিতে হবে। 
গুরুত্বপূর্ণ কাগজগুলোর (শিক্ষা সনদ ইত্যাদি) আলাদা ফটোকপি সেট দিতে হবে। 
সকল কাগজ এমব্যাসি সুইজারল্যান্ডের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠাবে। 
সেখান থেকেই সিদ্ধান্ত জানানো হবে এমব্যাসিকে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে ৮-১২ সপ্তাহ সময় নিতে পারে। 
আরও বিস্তারিত জানতে এমব্যাসির ওয়েবসাইট ভিজিট 
করুনঃ https://www.eda.admin.ch/countries/bangladesh/en/home.html 

Embassy of Switzerland 
Bay’s Edgewater 8th Floor, 
Plot 12 North Avenue, Gulshan 2 Dhaka 1212 Bangladesh 
Phone Headquarters +880 255 051 601 
Fax Headquarters +880 255 051 614 

থাকা-খাওয়া খরচ: 
সুইজারল্যান্ড খুবই ব্যয়বহুল দেশ। থাকা-খাওয়া বাবদ আপনাকে কমপক্ষে ৭০০ – ১০০০ ইউরো গুনতে হবে। অবশ্য এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। 

লেখকঃ আর্কিমিডিস রায়।



চেক প্রজাতন্ত্রে উচ্চশিক্ষা !!!

চেক প্রজাতন্ত্র সেন্ট্রাল ইউরোপের একটি দেশ। অফিসিয়াল ভাষা চেক। এর রাজধানী প্রাগ। এর চারপাশের দেশ গুলি হলঅস্ট্রিয়াজার্মানিপোল্যান্ড এবং স্লোভাকিয়া। দেশটি ২০০৪ সালে ইউরোপিয়ান ইউনিয়নের অধিভুক্ত হয় এবং ২০০৭ সালে সেনজেনভুক্ত হয়।মুদ্রার নাম চেক ক্রুনা। 

চেক প্রজাতন্ত্র এর কয়েকটি টপ র‍্যাংকড ইউনিভার্সিটি:

§  Charles University in Prague, website: http://www.cuni.cz/UKENG-1.html

§  Czech Technical University in Prague, website: https://www.cvut.cz/en

§  Masaryk University in Brno, website: https://www.muni.cz/

§  Czech University of Life Sciences Prague, website: https://www.czu.cz/en/

§  University of South Bohemia, website: https://www.jcu.cz/?set_language=en

ইউনিভার্সিটিতে আবেদনের সময়  টিউশন ফিঃ

নভেম্বর/ডিসেম্বর এবং এপ্রিল/মে বছরে এই  টা সেশানে অ্যাপ্লাই করা যায়  রেজাল্ট কমপক্ষে ৬০থাকা ভালো। টিউশন ফি প্রতি বছরে 4০০-14০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

 অ্যাপ্লিকেশান এর সময় প্রয়োজনীয় ডকুমেন্টস

§  1. অনলাইন অ্যাপ্লিকেশন

§  2. অ্যাপ্লিকেশান ফি ২০ থেকে ৮০ ইউরো পর্যন্ত হয়ে থাকে

§  3. আপনার ছবি ( যদি লাগেসাইজ ইউনিভার্সিটি থেকে জেনে নিবেন)

§  ব্যাচেলরমাস্টার এর জন্য সার্টিফিকেট ট্রান্সকিপ্টের নোটারি কপি, অনেক বিশ্ববিদ্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত কপি চায় )

§  4. ইউরোপাস ফরম্যাটের সি ভি (যদি চায়)

§  5. মোটিভেশন লেটার

§  6. আইইএলটিএস স্কোর . থেকে . ( প্রিভিয়াস স্টাডি মিডিয়াম অব ইন্সট্রাকসান ইংলিশ হলে আইইএলটিএস লাগবে নাসেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির রেজিস্টার বা এক্সাম কন্ট্রোলারের নিকট থেকে এই সার্টিফিকেট নিতে হবে এবং তা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে )কিছু ইউনিভার্সিটিতে আইইএলটিএস ছাড়াও আবেদন করা যায়।

§  7. ওয়ার্ক এক্সপেরিয়ান্স (যদি থাকে)

§  8. রিকমেনডেসান লেটার

§  9. পাসপোর্টের ফটোকপি

আবেদন প্রক্রিয়া :


উপরোক্ত ডকুমেন্টের হার্ড কপি সমূহ আপনাকে ইউনিভার্সিটির অ্যাড্রেসে ডেডলাইনের মধ্যেই পাঠাতে হবেকিছু ইউনিভার্সিটিতে অনলাইনেই আপলোড করতে হয়। তারপর আপনাকে এনট্রান্স টেস্ট অথবা স্কাইপ ইন্টারভিউ দিতে হবে। সর্বোচ্চ  মাসের মধ্যে ইউনিভার্সিটি আপনাকে জানাবে আপনি উত্তীর্ণ হয়ছেন কিনা।

উত্তীর্ণ হলে ইউনিভার্সিটি আপনাকে ইমেইলে অফার লেটার পাঠাবে এবং তাদের ১ম বর্ষ বা ১ম সেমিস্টারের টিউসন ফি অগ্রিম দিতে হবে (ভার্সিটিভেদে ভিন্ন হতে পারে) যদি আপনার ভিসা না হয় তাহলে আপনার টাকা রিফানডেবল হবে। টিউসন ফি প্রদানের পর ইউনিভার্সিটি আপনার হোম এড্রেসে এম্বাসি ফেইস করার জন্য ফাইনাল লেটার হার্ড কপি পাঠাবে।

সাধারণত ক্লাস শুরু হওয়ার কমপক্ষে  মাস আগে ভিসার জন্য আবেদন করতে হয়। কারন চেকের ভিসা প্রসেস হতে  মাসকোন কোন ক্ষেত্রে  মাস সময় লাগে।

ভিসা সংক্রান্ত তথ্যঃ

ভিসা ইন্টার্ভিউ এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

§  অরিজিনাল পাসপোর্ট (কমপক্ষে  মাস মেয়াদ থাকা লাগবে)

§   কপি ছবি (. . সে.মি.)

§  পূরণ করা লঙ টার্ম ভিসা এপ্পলিকেসান ফর্ম। ফর্মটি এই https://bit.ly/2Mces9C ওয়েবসাইট হতে ডাউনলোড করুন।

§  অফার লেটারের অরিজিনাল কপি

§  একুমোডেশন এর অরিজিনাল হার্ড কপি ( কমপক্ষে ০৬ মাসের জন্য নিবেন )

§  এপ্লিকেন্টের একাউন্টে  –  লাখ (৯২,১৩০ চেক ক্রুনা – বাংলাদেশী টাকায় কমবেশি ৩৭০,০০০ টাকা দেখালেই যথেষ্ট,) টাকার ব্যাংক ব্যালেন্স/স্টেটমেন্ট দেখাতে পারলে ভালব্লক অ্যাকাউন্ট নয় )ব্যাংক সার্টিফিকেট এবং সর্বশেষ  মাসের স্টেইটমেন্ট ব্যাংক ম্যানেজার কতৃক স্বাক্ষরিত হতে হবে। (পিতা-মাতা স্পন্সর হতে পারবে এবং তার একাউন্টে টাকা দেখানো যাবেসেক্ষেত্রে আপনার পিতা-মাতা কে একটি এফিডেভিট করে দিতে হবে যেখানে উল্লেখ থাকবে যেচেকে থাকাকালীন সকল খরচ আপনার স্পন্সর বহন করবেন ) যে একাউন্টে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন সে একাউন্টের সাথে লিংকড ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড (ডেবিট/ক্রেডিট কার্ডলাগবেই।

§  অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নোটারাইজ করে নিবেন)

§  রেসিডেন্স পারমিট এপ্রুভড হওয়ার পরে ভিসা আবেদনের সময় হেলথ ইন্স্যুরেন্স লাগবে

**সকল ডকুমেন্টস চেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে এবং সুপারলিগ্যালাইজ (শিক্ষা বোর্ডশিক্ষা মন্ত্রণালয়পররাষ্ট্র মন্ত্রণালয়  চেক এমব্যাসি থেকে সত্যায়নকরতে হবে  কিছু ইউনিভার্সিটিতে অফিসিয়াল অফার লেটার পাওয়ার আগেই সুপারলিগ্যালাইজ করতে হয়। 



পার্ট – টাইম জব সুবিধা  পড়াশোনা শেষে জব খোঁজাঃ

বিদেশী শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ পাবেন। থাকা – খাওয়া বাবদ মাসে ৩০০ – ৪০০ ইউরো এর মত লাগতে পারে। পড়াশোনা শেষে  মাসের জন্য জব খোঁজার ভিসা পাবেন (জুলাই ২০১৯ থেকে নতুন নিয়ম) গত জুলাই মাসে চেক কর্তৃপক্ষ অভিবাসন নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য  টি হচ্ছেঃ

১। পড়াশোনা শেষে  মাসের জব খোঁজার ভিসা

২। রেসিডেন্স স্ট্যাটাস পরিবর্তন

§  এখন থেকে বিদেশী শিক্ষার্থী যারা চেক প্রজাতন্ত্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলরমাস্টার্সপিএইচডি বা যে কোন পূর্ণ মেয়াদী কোর্সে পড়াশোনা করেছেনকরছেন বা করবেনতারা পড়াশোনা শেষে জব খোঁজার জন্য আরও  মাসের ভিসা পাবেন।

§  ব্যাবসায়িক হিসেবে যারা আছেন তারা সহজেই চাইলে স্টাডি রেসিডেন্স পারমিটে তাদের স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন।

*আগে এরকম কোন সুযোগ ছিল না।

স্থায়ী বসবাসঃ

একটানা  বছর বৈধভাবে থাকার পরে স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করা যাবে। পড়াশোনার সময়কালের অর্ধেক ধরা হবে (  বছরের কোর্স হলে . বছর গণনা করা হবে) সেই সাথে চেক ভাষা দক্ষতা সহ আনুসঙ্গিক আরও কিছু যোগ্যতা থাকতে হয়।

লেখকঃ আর্কিমিডিস রায়।


আইসল্যান্ডে উচ্চশিক্ষা !!!

আজ আমরা যে দেশটি নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে আমরা অনেকেই ভাবি না। কিন্তু এই দেশটিতে অনেক সুযোগ এবং ভিসা পাওয়ার পসিবিলিটি রয়েছে। 

আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের ২৭ টি সেনজেন কান্ট্রি এর মধ্যে একটি নর্ডিক দ্বীপ দেশযার জনসংখ্যা 356,991 এবং 103,000 কিমি আয়তনের রয়েছে। এটি ইউরোপের সবচেয়ে কম জনবহুল দেশ। রাজধানী এবং বৃহত্তম শহর রিক্জাভেক। দেশের দক্ষিণ-পশ্চিমে রেকজাভিক এবং আশেপাশের অঞ্চলগুলিতে জনসংখ্যার দুই-তৃতীয়াংশেরও বেশি লোক বাস করে।

আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিচ্ছিন্ন দ্বীপ। আইসল্যান্ড বা আইসল্যান্ডকে স্থানীয় ভাষায় বলা হয় উত্তর ইউরোপে এবং ডেনমার্কনরওয়েফ্যারো দ্বীপপুঞ্জফিনল্যান্ড এবং সুইডেনের সাথে স্ক্যান্ডিনেভিয়ান ইউনিয়নের একটি অংশ। এই দ্বীপটি গ্রিনল্যান্ডফ্যারো দ্বীপপুঞ্জ এবং নরওয়েআর্টিক সার্কেলের দক্ষিণে অবস্থিত।

আইসল্যান্ডে ব্যবহৃত মুদ্রার একক  হলো আইসল্যান্ডীয় ক্রোনা, ISK - আইসল্যান্ডীয় এর lenslensk króna ১০০ আইসল্যান্ডিক ক্রোনা সমান .৬৬.৫৮ বাংলাদেশি টাকা

Iceland এর ইউনিভার্সিটি লিস্ট

আইনত ভাবে স্বীকৃত আইসল্যান্ডে সাতটি বিশ্ববিদ্যালয় রয়েছে। গবেষণা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য তৃতীয় কলেজগুলির মধ্যে কোনও পার্থক্য তৈরি করা হয় না। উভয় ধরনের ইউনিভার্সিটি / কলেজ গুলোকে স্থানীয়ভাবে "háskáli" হিসাবে উল্লেখ করা হয়।

           Agricultural University of Iceland

           Bifröst University

           Holar University College

           Iceland University of the Arts

           Reykjavik University

           University of Akureyri

           University of Iceland

আবেদনের  সময়সীমা:

সাধারণত ২ টা সেশনে আবেদন করা যায়।  ইউনিভার্সিটি ভেদে আবেদনের সময় ভিন্ন হয়ে থাকে। যেমন :

BIFROST UNIVERSITY COLLEGE

15 May for the autumn semester

10 December for the spring semester

Reykjavik University

Studies starting in the autumn semester

  • Application opens: October 15th 
  • Application deadline: January 31st 

University of Akureyri.

Application deadlines for degree-seeking students:

·         1 April (NON-EU/EEA RESIDENTS)

·         15 June (EU/EEA RESIDENTS)

আবেদনের যোগ্যতাঃ

·       সাধারণভাবে স্নাতক স্তরের শিক্ষার জন্য একজন আবেদনকারীকে একটি উচ্চ বিদ্যালয় পরীক্ষা / ম্যাট্রিক পরীক্ষা বা সমমানের সমাপ্ত করতে হবে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতাদের নিজস্ব বিবেচনায় আবেদনকারীদের যদি তারা যে কোর্সে আবেদন করছে তার জন্য উপযুক্ত বলে মনেকরে তাহলে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তি নিতে পারে।  কিছু বিষয়ের ক্ষেত্রে অবশ্য অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ইন্টারভিউ পরীক্ষার সম্মুখীন হতে হয়। সাধারণতএগুলি চিকিত্সা বিজ্ঞানঅর্থনীতি এবং আইন বিষয়গুলিতে প্রযোজ্য ।

·       স্নাতকোত্তর শিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যা স্নাতকোত্তর  ডিগ্রির সাথে ঘনিষ্ঠভাবে মিল রাখে।

·       বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পৃথক হতে পারে। আইসল্যান্ডে কোনও কেন্দ্রীয় ভর্তির ব্যবস্থা নেই এবং আবেদনকারীদের অবশ্যই সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদনের সময়সীমা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পৃথক হলেও সাধারণত Spring পড়ে।

·       কিছু কিছু বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আবেদন ফিও প্রয়োজন হয়।

NOTE: মাস্টার্স কোর্স এ ভর্তির জন্যে  অনার্স এর সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়জোন হয়। আপনি যদি এখনও স্নাতক ডিগ্রি সম্পন্ন না করে থাকেন তবে আপনার আজ অবধি প্রাপ্ত গ্রেডগুলির বিবরণী  আপনার ইউনিভার্সিটি থেকে নিয়ে এটাস্টেড করে জমা দেওয়া যাবে।  জাতীয় বিশ্ববিদ্দালয় এর স্টুডেন্টস অনলাইন কপি দিয়েও আবেদন করতে পারবে।

শিক্ষার মাধ্যম :

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মূল ভাষা হ'ল আইসল্যান্ডীয়। সমস্ত ব্যাচেলর ডিগ্রি আইসল্যান্ডীয় ভাষায় পড়ানো হয়। বেশিরভাগ বিশ্ববিদ্যালগুলি ইংরেজিতে কিছু কোর্স সরবরাহ করে এবং কিছু অনুষদ আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের অধ্যয়নের সময় ইংরেজিতে তাদের পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়। এটি অবশ্য সর্বদা প্রতিটি স্কুল এবং স্বতন্ত্র প্রশিক্ষকের অনুমোদনের সাপেক্ষে।

ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণঃ [IELTS/ TOFEL]

যেহেতু অনার্স লেভেলে পড়াশোনা করার জন্য আইসল্যান্ডিক ভাষা ব্যবহৃত হয় তাই ব্যাচেলর লেভেল এ পড়াশুনার জন্য IELTS কিংবা TOFEL বাধতামূলক নয়।

ইংলিশ মিডিয়ামে পড়াশোনার জন্য সাধারণত IELTS অথবা টোফেল এর প্রয়োজন হয়।  তবে সেটা কত টা ইউনিভার্সিটি এর ওয়েবসাইটে সঠিক ভাবে উল্লেখ নাই।  সাধারণত B2 লেভেল হওয়া বাঞ্চনীয়।

এছাড়া নিন্মলিখিত শর্ত গুলির মধ্যে যেকোনো একটি পূরণ হলে আপনাকে টোফেল বা আইইএলটিএস স্কোর সরবরাহ থেকে ছাড় দেওয়া যেতে পারে:

·       আপনি ইংরেজী ভাষায় স্বীকৃত উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে (যুক্তরাজ্যমার্কিন যুক্তরাষ্ট্রআয়ারল্যান্ডনিউজিল্যান্ডঅস্ট্রেলিয়াকানাডা) ইংরেজিতে আপনার  উচ্চ শিক্ষার পুরো সময়ের কমপক্ষে একটি পূর্ণ বছর সম্পন্ন করেছেন)

·       আপনি ইংরেজিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন (ইংরেজি বিএ বা ইংলিশ এমএ)

·       আপনার একটি আইবি আছে (আন্তর্জাতিক স্নাতকোত্তর বা ইউরোপীয় স্নাতক ডিপ্লোমা (কেবলমাত্র ইংরাজী শেখানো প্রোগ্রাম)

·       আপনার EEA / EFTA এ ইংলিশ সমতুল্যতা রয়েছে।

 NOTE :

ভাষা পরীক্ষা মওকুফ

আপনি যে ইউনিভার্সিটি থেকে আপনার পড়াশুনা শেষ করেছেন তা যদি ইংলিশ মাদ্ধমে হয়ে থাকে তাহলে  সেক্ষেত্রে ইংরেজি দক্ষতার স্কোর সরবরাহ করার প্রয়োজনীয়তা মওকুফ হতে পারে। আপনি যদি ইংরাজী ভাষা পরীক্ষার প্রয়োজনীয়তা মওকুফের জন্য আবেদন করতে চান তবে আপনাকে কী কারণে ছাড় দেওয়া হবে তার কারণগুলি উল্লেখ করে আপনার আবেদনপত্রের সাথে একটি চিঠি আপলোড করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

আপনাকে নিম্নলিখিত পেপারগুলি  আপলোড করতে হবে:

·         Transcript of records [All levels]

·         CV (curriculum vitae)

·         Statement of your objectives and expectations regarding the studies

·         Copy of passport

·         Two letters of reference

·         English language test score certificate (non-native speakers only).

NOTE: জমা দেওয়া নথিগুলি আবেদনকারীদের কাছে ফেরত দেওয়া হয় না।

পঠিত বিষয়সমূহ :

সমস্ত ব্যাচেলর ডিগ্রি আইসল্যান্ডীয় ভাষায় পড়ানো হয়

Undergraduate programmes

School of Health Sciences Faculty of Nursing Nursing Studies, B.S., 240 ECTS

Faculty of Occupational Therapy Occupational Therapy Studies, B.S., 180 ECTS

School of Humanities and Social Sciences Faculty of Education Educational Studies, B.Ed., 180 ECTS (Icelandic)

 Preschool Studies (Icelandic)

Primary School Studies (Icelandic)

 Faculty of Law Law, BA, 180 ECTS (Icelandic)

 Faculty of Psychology Psychology, BA, 180 ECTS (Icelandic)

 Faculty of Social Sciences Media Studies, BA, 180 ECTS (Icelandic) Modern Studies, BA, 180 ECTS (Icelandic)

 Police Science, BA, 180 ECTS (Icelandic)

Police Science Diploma for active police officers, Diploma, 120 ECTS (Icelandic)

Police Science Diploma for prospective police officers, Diploma, 120 ECTS (Icelandic)

Social Sciences, BA, 180 ECTS (Icelandic)

School of Business and Science

Faculty of Business Administration

Business Administration - Management and Finance, B.S., 180 ECTS (Icelandic)

Business Administration - Management and Marketing, B.S., 180 ECTS (Icelandic)

Business Administration with a minor in Fisheries Science, B.S., 180 ECTS (Icelandic)

Faculty of Natural Resource Sciences Biotechnology, B.S., 180 ECTS (Icelandic)

Natural Resource Biotechnology (Icelandic) Health Related Biotechnology (Icelandic)

Business Administration and Fisheries Science, B.S., 240 ECTS (Icelandic)

Starts with Fisheries Science (Icelandic) Starts with Business Administration (Icelandic)

Fisheries Science, B.S., 180 ECTS (Icelandic)

## Polar Law (Programmes in Polar Law are open for applications every other year. The next application deadline is in 2021)

## Fisheries Management

## Sustainable Production and Utilisation of Marine Bio-Resources

## Coastal Communities and Regional Development (The program is offered by the University Centre of the Westfjords in Ísafjörður)

## Coastal and Marine Management (The program is offered by the University Centre of the Westfjords in Ísafjörður)

Graduate programmes

School of Health Sciences

Faculty of Graduate Studies in Health Sciences Health Sciences, M.S., 120 ECTS(Icelandic)

General Study(Icelandic)

 Emphasis on Rehabilitation(Icelandic)

Primary Health Care in the Community - Theory(Icelandic)

Studies in Mental Health(Icelandic)

Primary Health Care in the Community - Clinic(Icelandic)

Emphasis on Cancer and Palliative Care(Icelandic)

Illness and the Challenges of Life(Icelandic)

 Women's Health(Icelandic)

Trauma and Violence(Icelandic)

Vocational Rehabilitation(Icelandic)

Leadership in Health Care(Icelandic)

 Pain and Pain Management(Icelandic)

Emphasis on Aging and Health(Icelandic)

Primary Health Care in the Community - Clinical, Postgraduate Diploma, 60 ECTS(Icelandic)

Vocational Rehabilitation, Postgraduate Diploma, 60 ECTS(Icelandic)

Occupational Therapy Studies,

 Postgraduate Diploma, 60 ECTS

School of Humanities and Social Sciences

Faculty of EducationEducational Science, M.A., 120 ECTS (Icelandic)

General Studies (Icelandic)

 Literacy Studies (Icelandic)

Special Education (Icelandic)

 Management and Leadership (Icelandic)

Information Technology (Icelandic)

 Educational Studies, M.Ed., 120 ECTS (Icelandic)

Preschool Education (Icelandic)

Primary Education (Icelandic)

Educational Studies, MT., 120 ECTS (Icelandic) Preschool Education (Icelandic)

Primary Education (Icelandic)

Educational Science,

Postgraduate Diploma, 60 ECTSMentoring for practicing teachers,

Postgraduate Diploma, 30 ECTSFaculty of LawLaw, M.L., 120 ECTS (Icelandic)

Polar Law, M.A., 120 ECTS (English)

Diploma in Polar Law on Master's Level,

Postgraduate Diploma, 60 ECTS (English)

West Nordic Studies (English)

Polar Law, LL.M., 90 ECTS (English)

Faculty of Social Sciences

Masters of Arts by Research, M.A., 120 ECTS (Icelandic)

Media and Communication Studies, M.A., 120 ECTS (Icelandic)

School of Business and Science

Faculty of Business Administration

Business Administration, M.S., 90 ECTS (Icelandic)

Business Administration, M.S., 120 ECTS (Icelandic)

Faculty of Natural Resource Sciences

Natural Resource Sciences, M.S., 120 ECTS (Icelandic)

Sustainable production and utilization of Marine Bio-resources, M.S., 120 ECTS (Engish)

Fisheries Resource Management, M.S., 120 ECTS (English)

Doctoral Studies

The University of Akureyri offers specific and carefully tailored, 3- to 4-year (180–240 ECTS) PhD programmes in selected areas.

University of Akureyri

Natural and Natural Sciences Diploma

University Diploma, Diploma

University Centre of the Westfjords

Coastal and Marine Management, Master Degree

Coastal Communities and Regional Development, Master Degree

Reykjavik University

International Business and Marketing, MS

Sustainable Energy MSc

Business Administration BSc,Certificate

Computer Science,MSc

Sustainable Energy Engineering,MSc(Eng)

টিউশন ফি:

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশন ফি নেওয়া হয় নাতবে একটি 'রেজিস্ট্রেশন ফিরয়েছে। এটি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পরিবর্তিত হয়তবে উদাহরণস্বরূপ আইসল্যান্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রতি বছর আইএসকে 60,000 (প্রায় 470 মার্কিন ডলারচার্জ করে।  বেসরকারী বিশ্ববিদ্যালয় দুটি শিক্ষাপদ্ধতি এবং নিবন্ধন ফি গ্রহণ করেযা কোর্স এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।  ইইউর বাইরের শিক্ষার্থীদের জন্য সাধারণত ফি বেশি থাকে।

আপনার টিউশন ফি নির্ভর করবে সরকারী বা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার উপর। আপনি যদি কোনও সরকারী প্রতিষ্ঠানে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন তবে আপনি বিশ্বের যে দেশেই থাকুন না কেন আপনার শিক্ষার ফি প্রদানের প্রয়োজন হবে না। আপনার জন্য প্রায় ৭৫,০০০ISK বার্ষিক নিবন্ধন ফি প্রদান করতে হবে। আপনি যদি কোনও ইইএর শিক্ষার্থী না হন তবে আপনাকে আবেদন ফিও দিতে হবেএটি প্রায় ৮,০০০ মার্কিন ডলার। আপনি যদি কোনও বেসরকারী প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চান তবে আপনাকে একটি টিউশন ফি দিতে হবে। আপনার পছন্দেরকোর্স এবং জাতীয়তার প্রতিষ্ঠানের উপর নির্ভর করেএই শিক্ষামূলক ফি প্রতি বছর ISK  540,000 থেকে ISK ,০০,০০০ পর্যন্ত যে কোনও হতে পারে। আন্তর্জাতিক ছাত্রদের জন্য বৃত্তি এবং অনুদানগুলি পাওয়া যায় তবে তারা প্রতিযোগিতামূলক হতে পারে এবং সাধারণত মেধা ভিত্তিক হয়। সহায়তা তহবিল সম্পর্কে তথ্যের জন্যআপনার নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন।

কিছু কিছু ইউনিভার্সিটি তে টিউশন ফিস থাকে যেমনঃ

For non-EU/EEA citizens, per term

Tuition fees are fixed for non-EU/EEA citizens in ISK during a student’s time of study

Studies Icelandic krona - ISK* Euro - €**

Business------------ 750,000------------ 5,500

Psychology ------------------750,000------------ 5,500

Tuition fees 2020-2021

Law--------- 750,000----------- 5,500

Computer Science----------- 850,000---------- 6,200

Sports-------- 850,000----------- 6,200

Applied Engineering------------------ 1,070,000-------------- 7,800

Engineering------------------- 1,070,000------------------- 7,800

MBA -----------------1,050,000----------------- 7,600

MPM ------------------975,000-------------------- 7,100

আবেদন প্রক্রিয়াঃ

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন জমা দেওয়া হয়।

লিভিং কষ্ট :

আইসল্যান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাসস্থান এবং অন্যান্য জীবনযাত্রার ব্যয় কাটাতে প্রতিমাসে প্রায় ISK125,540 (980 মার্কিন ডলার) আইসল্যান্ডে জীবনযাত্রার ব্যয় অন্যান্য পাশ্চাত্যের দেশগুলির মতো।  আপনি যদি আরও বড় একটি শহরে বাস করার পরিকল্পনা করেন তবে আপনার জীবনযাত্রার ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভিসা সম্পর্কিত তথ্য :

ভিসা পাওয়ার জন্যে সুইডেনের এম্বাসিতে আপনার পেপারস জমা দিতে পারেন। আর যদি চান যে  আইসল্যান্ডের  এম্বাসিতে আপনার পেপারস জমা দিবেন তাহলে আপনাকে ইন্ডিয়া নিউ দিল্লি যেতে হবে কারণ বাংলাদেশে কোনো আইসল্যান্ডের এম্বেসী নাই।

নিচে সুইডেন এম্বাসিএর ঠিকানা দেওয়া হলো :

VISITING ADDRESS

Bay's Edgewater, 6th Floor

Gulshan 2

Dhaka

POSTAL ADDRESS

Embassy of Sweden

Bay's Edgewater, 6th Floor

Gulshan 2

Dhaka 1212

Bangladesh

PHONE

+880 2 55 66 8500

FAX

+880 2 9852032

EMAIL

For general enquiries:

ambassaden.dhaka@gov.se

Enquires to the Migration Section

ambassaden.dhaka-visum@gov.se

Studying in Sweden

ambassaden.dhaka-student@gov.se

আজ তাহলে এই পর্যন্তই।

ধন্যবাদ।

আর্কিমিডিস রায়।


##Romania-তে উচ্চশিক্ষা!!! Study in Romania ##

দেশ পরিচিতিঃ

আজকে এখানে এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করা হবে যা অনেকের কাছে Country of Dracula or Vampire-এর দেশ নামেও পরিচিত . Romania -এর রাজধানী Bucharest.
Romania -এর জাতীয় মুদ্রার নাম Romanian Leu. Leu শব্দের অর্থ হচ্ছে Lion বা সিংহ। 01 Romanian Leu=0.21 EURO এবং 01 Romanian Leu=21.97 Bngladeshi Taka.
বর্তমানে Romania European Union এবং NATO-এর মতো প্রতিপত্তিশালী সংস্থাগুলোর সদস্য এবং খুব শীঘ্রই Croatia, Bulgaria-এর সাথে Romania -ও Schengen-ভুক্ত রাষ্ট্রগুলোর তালিকায় যোগ হতে যাচ্ছে।

Romania-এর University:

1. University of Bucharest
2. Babes-Bolyai University
3. Alexanderu Ioan Cuza University
4. Transylvania University of Brașov
University of Bucharest-World Ranking-এর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি।

প্রয়জনীয় ডোকুমেন্টস:


1. বিশ্ববিদ্যালয়ে ONLINE আবেদন ফর্ম এবং নিচের সব ডকুমেন্ট (কোর্স ভেদে) ONLINE এ Upload করতে হবে।আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে DHL করতে হয়। 
2. এসএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
3. এইচএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।(ব্যাচেলর এ আবেদন করতে)।
4. ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (মাস্টার্স এ আবেদন করতে)।
5. নিজ বিশ্ববিদ্যালয়/বিভাগীয় প্রধান থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যেখানে উল্লেখ থাকবে যে সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রী নিজ দেশে সমাপ্তক্রিত স্নাতক কোর্স দ্বারা স্নাতকোত্তর কোর্সে অধ্যায়নের যোগ্যতা রাখে (মাস্টার্স এ আবেদন এর ক্ষেত্রে)।
6. মাস্টার্স ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (পিএইচডি এর আবেদনের জন্য)।
7. পাসপোর্ট কপি।
8. মোটিভেশন লেটার।
9. সিভি।
10. পাসপোর্ট সাইজ ছবি।
একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে Romania-এর বিশ্ববিদ্যালয়গুলোতে Apply-করতে হলে আপনার যাবতীয় Academic Document-গুলোকে (Certificate এবং Transcript-এর কপি) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে এরপর Romania-এর Embassy-থেকে Attested-করিয়ে নিতে হবে। বাংলাদেশে Romania-এর কোনও Embassy-নেই; এজন্য আপনাকে Delhi-তে অবস্থিত Romania -এর Embassy-এর সাথে যোগাযোগ করতে হবে। Romania-এর Embassy আপনার Documents ঠিক তখনই Attested করবে যখন আপনার Documents বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা সত্যায়িত হবে। সেই সাথে Notary-এরও প্রয়োজন হতে পারে এবং আমার জানা মতে দিল্লির Romania-এর Embassy Documents Attestation করার জন্য per page 2850 Indian Rupees করে রাখে এবং Original Documents দেখেই তাঁরা Attestation করে।
NOTE : সকল সার্টিফিকেট এবং মার্কশিট বোর্ড ,এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে এটাস্টেড করতে হবে। অনার্স লেভেলে আবেদনের জন্য HSC সার্টিফিকেট ও মার্কশিট রোমানিয়ান এম্বাসি থেকে লিগালাইজেশন করতে হবে।  মাস্টার্স লেভেলে আবেদনের জন্য HONOURS  সার্টিফিকেট ও মার্কশিট রোমানিয়ান এম্বাসি থেকে লিগালাইজেশন করতে হবে। প্রতি পেজ ২৮৫০ রুপি করে ফিস জমা দিতে হবে এম্বেসী তে ।

English Language Proficiency

IELTS বাঞ্ছনীয় নয় তবে IELTS এ B1,B2 level হওয়া ভালো। মিডিয়াম অফ ইন্সট্রাকশন দিয়েও এপ্লিকেশন করা যায়। সাধারণত আপনি যদি Romanian ভাষায় পড়াশুনা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনও ধরণের Tuition Fees প্রদান করতে হবে না তবে সেক্ষেত্রে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এ এডমিট হতে হলে আপনাকে ১ বছর এর টিউশন ফিস প্রদান করে ভর্তি হতে হবে। English Language programme-গুলোর ক্ষেত্রে University-ভেদে Tuition Fees সর্বোচ্চ 1900 থেকে 3000 EURO এক বছরে।

এপ্লিকেশন এর সময়:

সাধারণত প্রত্যেক বছর Autumn Intake (September-October Session-এ) এ University-গুলোতে Admission-নেওয়া হয়। Romania-এর বেশীর ভাগ University-তে Hard-copy এর মাধ্যমে Admission Application গ্রহণ করা হয়। বর্তমানে University-তে Online Application-এর প্রয়োজন পড়ে। Application-এর সময়সীমা সাধারণভাবে প্রত্যেক বছরের 2nd May থেকে 31st July. Or April থেকে 31st July.
এ সকল Documents University-এর International Admission Office-এ পাঠানোর পর তারা এগুলো যাচাই-বাছাই করবে এবং পরবর্তীতে সেগুলো Romania-এর Ministry of Education-এর কাছে জমা দিবে। Ministry আপনাকে Accept-করে নিলে আপনাকে আপনার University Admission Letter Issue-করবে; এ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে 30 Working Days-লাগে। কিছু কিছু University আছে যাঁরা Application Fees রাখে।

ভিসা সংক্রান্ত তথ্য :

Romania-এর VISA-আপনাকে Delhi-থেকে সংগ্রহ করতে হবে। Embassy-তে VISA প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে University-এর Admission Letter, Tuition Fees এবং অন্যান্য payment fulfil-এর Document এর পাশাপাশি University Admission-এর সময় আপনি যে সকল Document Submit-করেছিলেন সেগুলোর এক Set জমা দিতে হয় Embassy-তে। Self-financing Student-এর ক্ষেত্রে সাধারণত কোনও Bank Statement/Bank Balance/Sponsorship এর Document-এখানে প্রদান করার প্রয়োজন পড়ে না।
আপনাদের সুবিধার জন্য আমি এখানে Delhi-তে অবস্থিত Romania-এর Embassy-এর Link-দিয়ে দিচ্ছি:-
প্রয়োজনীয় Documents Embassy-এর Authority-এর কাছে জমা দিলে তাঁরা চার থেকে ছয় সপ্তাহ(কিংবা এর কম সময়ের মধ্যেও হতে পারে) সময়ের মধ্যে আপনার Passport-এ VISA-এর Sticker বসিয়ে দিবে, কোনও ধরণের Embassy Interview-এর প্রয়োজন হয় না।

NOTE : বর্তমানে ৩ থেকে ১৫ কর্ম দিবসের মধ্যে ভিসা দিয়ে দিবে।

দিল্লিতে অবস্থিত Romania-এর Embassy-এর সাথে যোগাযোগের ঠিকানা:-
Address: D 6/6, Vasant Vihar, New Delhi
Phone: 0091 11 26140447; 26140700
Fax: 0091 11 26140611
E-mail: newdelhi@mae.ro
embrom@airtelmail.in
এছাড়াও ঢাকার মৌচাকের Cosmos Centre-এ Romania-এর একটি Official Consulate-রয়েছে, আপনারা এ Consulate Office-এর সাথেও যোগাযোগ করে দেখতে পারেন।
আর Birth Certificate পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে।
সমস্ত Documents English কিংবা French অথবা Romanian ভাষায় হতে হবে। Academic Documents এবং Birth Certificate Notorised করাটা ভালও।

Scholarship programme:

Romania-এর Ministry of Foreign Affairs-এর আওতায় Scholarship programme-ও চালু রয়েছে এবং সারা পৃথিবীতে এ Scholarship-এ লেখাপড়া করার জন্য 85-জনকে মনোনয়ন দেওয়া হয়। মূলতঃ যে সকল রাষ্ট্র European Union-এর সদস্য নয় সে সকল রাষ্ট্রের নাগরিকেরা এ Scholarship-এর জন্য Apply-করতে পারেন। নাগরিকদের মধ্য থেকে এ Scholarship-এর জন্য মাত্র 85-টি Scholarship বরাদ্দ।
এ Scholarship-সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এই Link-থেকে:-

লিভিং কস্ট :

রোমানিয়াতে ২০০ থেকে ২৫০ ইউরো আর মধ্যে আপনার থাকা খাওয়া সব ভালোভাবে হয়ে যাবে।  যা পার-টাইম জব করে খুব সহজে ইনকাম করা পসিবল। রোমানিয়া এর রাজধানী বোকারেস্ট এ জব পাওয়া খুব সহজ অন্য শহর আর তুলনায়। 

আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে
হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।

আর্কিমিডিস রায়। 




 

No comments:

Post a Comment