Friday, January 8, 2021

##Romania-তে উচ্চশিক্ষা!!! Study in Romania ##

দেশ পরিচিতিঃ

আজকে এখানে এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করা হবে যা অনেকের কাছে Country of Dracula or Vampire-এর দেশ নামেও পরিচিত . Romania -এর রাজধানী Bucharest.
Romania -এর জাতীয় মুদ্রার নাম Romanian Leu. Leu শব্দের অর্থ হচ্ছে Lion বা সিংহ। 01 Romanian Leu=0.21 EURO এবং 01 Romanian Leu=21.97 Bngladeshi Taka.
বর্তমানে Romania European Union এবং NATO-এর মতো প্রতিপত্তিশালী সংস্থাগুলোর সদস্য এবং খুব শীঘ্রই Croatia, Bulgaria-এর সাথে Romania -ও Schengen-ভুক্ত রাষ্ট্রগুলোর তালিকায় যোগ হতে যাচ্ছে।

Romania-এর University:

1. University of Bucharest
2. Babes-Bolyai University
3. Alexanderu Ioan Cuza University
4. Transylvania University of Brașov
University of Bucharest-World Ranking-এর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি।

প্রয়জনীয় ডোকুমেন্টস:


1. বিশ্ববিদ্যালয়ে ONLINE আবেদন ফর্ম এবং নিচের সব ডকুমেন্ট (কোর্স ভেদে) ONLINE এ Upload করতে হবে।আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে DHL করতে হয়। 
2. এসএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
3. এইচএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।(ব্যাচেলর এ আবেদন করতে)।
4. ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (মাস্টার্স এ আবেদন করতে)।
5. নিজ বিশ্ববিদ্যালয়/বিভাগীয় প্রধান থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যেখানে উল্লেখ থাকবে যে সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রী নিজ দেশে সমাপ্তক্রিত স্নাতক কোর্স দ্বারা স্নাতকোত্তর কোর্সে অধ্যায়নের যোগ্যতা রাখে (মাস্টার্স এ আবেদন এর ক্ষেত্রে)।
6. মাস্টার্স ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (পিএইচডি এর আবেদনের জন্য)।
7. পাসপোর্ট কপি।
8. মোটিভেশন লেটার।
9. সিভি।
10. পাসপোর্ট সাইজ ছবি।
একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে Romania-এর বিশ্ববিদ্যালয়গুলোতে Apply-করতে হলে আপনার যাবতীয় Academic Document-গুলোকে (Certificate এবং Transcript-এর কপি) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে এরপর Romania-এর Embassy-থেকে Attested-করিয়ে নিতে হবে। বাংলাদেশে Romania-এর কোনও Embassy-নেই; এজন্য আপনাকে Delhi-তে অবস্থিত Romania -এর Embassy-এর সাথে যোগাযোগ করতে হবে। Romania-এর Embassy আপনার Documents ঠিক তখনই Attested করবে যখন আপনার Documents বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা সত্যায়িত হবে। সেই সাথে Notary-এরও প্রয়োজন হতে পারে এবং আমার জানা মতে দিল্লির Romania-এর Embassy Documents Attestation করার জন্য per page 2850 Indian Rupees করে রাখে এবং Original Documents দেখেই তাঁরা Attestation করে।
NOTE : সকল সার্টিফিকেট এবং মার্কশিট বোর্ড ,এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে এটাস্টেড করতে হবে। অনার্স লেভেলে আবেদনের জন্য HSC সার্টিফিকেট ও মার্কশিট রোমানিয়ান এম্বাসি থেকে লিগালাইজেশন করতে হবে।  মাস্টার্স লেভেলে আবেদনের জন্য HONOURS  সার্টিফিকেট ও মার্কশিট রোমানিয়ান এম্বাসি থেকে লিগালাইজেশন করতে হবে। প্রতি পেজ ২৮৫০ রুপি করে ফিস জমা দিতে হবে এম্বেসী তে ।

English Language Proficiency

IELTS বাঞ্ছনীয় নয় তবে IELTS এ B1,B2 level হওয়া ভালো। মিডিয়াম অফ ইন্সট্রাকশন দিয়েও এপ্লিকেশন করা যায়। সাধারণত আপনি যদি Romanian ভাষায় পড়াশুনা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনও ধরণের Tuition Fees প্রদান করতে হবে না তবে সেক্ষেত্রে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এ এডমিট হতে হলে আপনাকে ১ বছর এর টিউশন ফিস প্রদান করে ভর্তি হতে হবে। English Language programme-গুলোর ক্ষেত্রে University-ভেদে Tuition Fees সর্বোচ্চ 1900 থেকে 3000 EURO এক বছরে।

এপ্লিকেশন এর সময়:

সাধারণত প্রত্যেক বছর Autumn Intake (September-October Session-এ) এ University-গুলোতে Admission-নেওয়া হয়। Romania-এর বেশীর ভাগ University-তে Hard-copy এর মাধ্যমে Admission Application গ্রহণ করা হয়। বর্তমানে University-তে Online Application-এর প্রয়োজন পড়ে। Application-এর সময়সীমা সাধারণভাবে প্রত্যেক বছরের 2nd May থেকে 31st July. Or April থেকে 31st July.
এ সকল Documents University-এর International Admission Office-এ পাঠানোর পর তারা এগুলো যাচাই-বাছাই করবে এবং পরবর্তীতে সেগুলো Romania-এর Ministry of Education-এর কাছে জমা দিবে। Ministry আপনাকে Accept-করে নিলে আপনাকে আপনার University Admission Letter Issue-করবে; এ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে 30 Working Days-লাগে। কিছু কিছু University আছে যাঁরা Application Fees রাখে।

ভিসা সংক্রান্ত তথ্য :

Romania-এর VISA-আপনাকে Delhi-থেকে সংগ্রহ করতে হবে। Embassy-তে VISA প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে University-এর Admission Letter, Tuition Fees এবং অন্যান্য payment fulfil-এর Document এর পাশাপাশি University Admission-এর সময় আপনি যে সকল Document Submit-করেছিলেন সেগুলোর এক Set জমা দিতে হয় Embassy-তে। Self-financing Student-এর ক্ষেত্রে সাধারণত কোনও Bank Statement/Bank Balance/Sponsorship এর Document-এখানে প্রদান করার প্রয়োজন পড়ে না।
আপনাদের সুবিধার জন্য আমি এখানে Delhi-তে অবস্থিত Romania-এর Embassy-এর Link-দিয়ে দিচ্ছি:-
প্রয়োজনীয় Documents Embassy-এর Authority-এর কাছে জমা দিলে তাঁরা চার থেকে ছয় সপ্তাহ(কিংবা এর কম সময়ের মধ্যেও হতে পারে) সময়ের মধ্যে আপনার Passport-এ VISA-এর Sticker বসিয়ে দিবে, কোনও ধরণের Embassy Interview-এর প্রয়োজন হয় না।

NOTE : বর্তমানে ৩ থেকে ১৫ কর্ম দিবসের মধ্যে ভিসা দিয়ে দিবে।

দিল্লিতে অবস্থিত Romania-এর Embassy-এর সাথে যোগাযোগের ঠিকানা:-
Address: D 6/6, Vasant Vihar, New Delhi
Phone: 0091 11 26140447; 26140700
Fax: 0091 11 26140611
E-mail: newdelhi@mae.ro
embrom@airtelmail.in
এছাড়াও ঢাকার মৌচাকের Cosmos Centre-এ Romania-এর একটি Official Consulate-রয়েছে, আপনারা এ Consulate Office-এর সাথেও যোগাযোগ করে দেখতে পারেন।
আর Birth Certificate পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে।
সমস্ত Documents English কিংবা French অথবা Romanian ভাষায় হতে হবে। Academic Documents এবং Birth Certificate Notorised করাটা ভালও।

Scholarship programme:

Romania-এর Ministry of Foreign Affairs-এর আওতায় Scholarship programme-ও চালু রয়েছে এবং সারা পৃথিবীতে এ Scholarship-এ লেখাপড়া করার জন্য 85-জনকে মনোনয়ন দেওয়া হয়। মূলতঃ যে সকল রাষ্ট্র European Union-এর সদস্য নয় সে সকল রাষ্ট্রের নাগরিকেরা এ Scholarship-এর জন্য Apply-করতে পারেন। নাগরিকদের মধ্য থেকে এ Scholarship-এর জন্য মাত্র 85-টি Scholarship বরাদ্দ।
এ Scholarship-সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এই Link-থেকে:-

লিভিং কস্ট :

রোমানিয়াতে ২০০ থেকে ২৫০ ইউরো আর মধ্যে আপনার থাকা খাওয়া সব ভালোভাবে হয়ে যাবে।  যা পার-টাইম জব করে খুব সহজে ইনকাম করা পসিবল। রোমানিয়া এর রাজধানী বোকারেস্ট এ জব পাওয়া খুব সহজ অন্য শহর আর তুলনায়। 

আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে
হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।

আর্কিমিডিস রায়। 

No comments:

Post a Comment