আজকে এমন একটি দেশ সম্পর্কে এখানে আলোচনা করা হবে যে দেশটির নাম Bulgaria. Bulgaria-এর রাজধানী Sofia.
Bulgaria মূলতঃ তাঁদের জন্য যাঁরা হয় তো বা United States of America, Great Britain, Australia, New Zealand, Germany, France, Canada, Denmark, Sweden, Austria, Norway, Netherlands এ সকল দেশ তো বটেই এমনকি Schengen-ভুক্ত দেশগুলোতে আসলে যাঁদের আসার সামর্থ্য নেই বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় মধ্যবিত্ত অনেক পরিবারের সন্তানই অনেক আগেভাগে স্বপ্ন দেখে বাহিরে যাওয়ার কিন্তু সেটা পূরণ তাঁদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় Bulgaria মূলতঃ তাঁদের জন্যই।
Bulgaria-এর জাতীয় মুদ্রার নাম Bulgarian Lev যা Europe-এ সবচেয়ে Stable Currency-গুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। 01 Bulgarian Lev = 0.51 EURO এবং 01 Bulgarian Lev = 47.97 Bangladeshi Taka.
Bulgaria পৃথিবীর বিভিন্ন উন্নত দেশসমূহের মত 2021-সালের মধ্যে Romania-এর সাথে Bulgaria-ও Schengen-ভুক্ত দেশগুলোর তালিকায় সংযুক্তি লাভ করবে।
Bulgaria-এর কিছু উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে :
2. University of National and World Economy in Sofia,
3. University of Plovdiv Paisii Hilendarski,
4. Technical University of Sofia,
5. New Bulgarian University,
6. St. Cyril and St. Methodius University of Veliko Tarnovo ইত্যাদি উল্লেখযোগ্য।
আবেদনের সময় :
Bulgaria-এর University-গুলোতে সাধারণত Autumn অর্থাৎ September/October Session-এর জন্য Admission Offer-করা হয়ে থাকে। Bulgaria-এর University-গুলোতে English Language-এ পড়তে হলে IELTS কিংবা TOEFL এ ধরণের কোনও English Proficiency Test-এর কোনও বাধ্যবাধকতা নেই।
Tuition Fees:
সাধারণ Bulgaria-এর কোনও University-তে এখন European Union-এর সদস্য নয় এমন রাষ্ট্র থেকে আসা নাগরিকদের পড়াশুনার জন্য এক বছরে গড়ে 3,000-3,500 EURO গুনতে হয়। বিশ্ববিদ্যালয় কিংবা Subject-ভেদে Tuition Fees এর কম কিংবা বেশী হতে পারে। সাধারণ প্রত্যেক বছরের February কিংবা March মাসে Admission-এর জন্য Application নেওয়া আরম্ভ হয়, কোনও কোনও University May মাস থেকেও Admission-এর জন্য Application গ্রহণ করা শুরু করে। August কিংবা September-এর মাঝামাঝি সময় পর্যন্ত Application গ্রহণ করা হয়।
আবেদনের যোগ্যতাঃ
*Bulgaria-এর যে কোনও বিশ্ববিদ্যালয়ে আপনি যদি Bachelor এর জন্য Apply-করতে চান তাহলে আপনার H.S.C. আর S.S.C. পরীক্ষায় 65% Mark এবং আপনি যদি Masters-এর জন্য Apply-করতে চান তাহলে আপনার Bachelor-এর Academic Transcript-এ 65% Number-এর উপস্থিতি থাকা বাধ্যতামূলক এবং এটা সে দেশের Ministry of Education and Science কর্তৃক নির্ধারিত।
*আর আপনি যদি Masters Programme-এর জন্য Apply-করে থাকেন তাহলে আপনাকে আপনাকে Bachelor Complete করার পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং সেখান থেকে আপনার ভর্তির সমস্ত Document Collect-করে একটি প্রত্যয়ন পত্রের ব্যবস্থা করতে হবে যেখানে উল্লেখ থাকবে যে আপনি আপনার নিজ দেশের এ বিশ্ববিদ্যালয়ের একজন Student এবং আপনি এ বিশ্ববিদ্যালয়ের অধীনে Masters Complete-করছেন;
*Bulgaria-এর বেশীর ভাগ University-তে Admission পাওয়ার ক্ষেত্রে শর্ত থাকে যে আপনার সমস্ত Academic Document বিশেষ করে Certificate এবং Marke-sheet, Medical Certificate এবং যোগ্যতা পত্র Bulgaria এর ভাষায় Translate করে সেগুলোকে Notorised করতে হবে এবং Bulgaria-এর Embassy অথবা Consulate Office থেকে Attestation করাতে হবে।
ভিসা সংক্রান্ত তথ্য :
ঢাকার গুলশান দুই নম্বরে Bulgaria-এর Consulate Office-রয়েছে এবং Consulate Office-এর সাথে যোগাযোগের ঠিকানা :
Mr. Tanveer Imam- Honorary consul of Bulgaria in Dhaka, Bangladesh
Address of the Honorary Consulate:
House No. 14, 1st Floor
Road No. 50, Gulshan – 2
Dhaka – 1212
Bangladesh
Phone Number :- 00 8802 9861686
Email: imam.tanveer@gmail.comবাংলাদেশে Bulgaria-এর কোনও Embassy নেই, তাই আপনাকে VISA সংগ্রহের জন্য দিল্লিতে যেতে হবে।
Bulgaria-এর Embassy-দিল্লি:
দিল্লিতে অবস্থিত Bulgaria-এর Embassy-এর সাথে যোগাযোগের ঠিকানা আমি নীচে উল্লেখ করে দিচ্ছি।
Embassy of Bulgaria
Address: E P16/17, Chandra Gupta Marg, Chanakyapuri, New Delhi, Delhi 110021, India
Telephone:- +911126115550;
E-mail:- embassy.delhi@mfa.bg, bgembdelhi@yahoo.com
*ঢাকার গুলশান দুই নম্বরে অবস্থিত Bulgaria-এর Consulate Office কিংবা দিল্লিতে অবস্থিত Bulgaria-এর Embassy অথবা আপনার পছন্দের University কিংবা Bulgaria-এর Ministry of Education and Science এর সাথে যোগাযোগ করে আপনি এ সকল Documents কীভাবে Bulgaria এর ভাষায় Translate এবং Notary-করে Attestation এর জন্য জমা দিবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন, এছাড়াও আরও একটি বিষয় স্পষ্ট হতে পারেন যে ঢাকার গুলশান দুই নম্বরের Bulgaria-এর Consulate Office কিংবা দিল্লিতে অবস্থিত Bulgaria-এর Embassy কিংবা Bulgaria-এর Ministry of Education and Science এর কোনও Authorised প্রতিষ্ঠান আছে কী না Bulgaria এর ভাষায় Translate আর Notary-এর জন্য।
*অনেক সময় আপনার University চাইলে Bank Statement আর Bank Solvency Certificate চাইতে পারে এবং যদি আপনার নিজের Bank Account না থাকে তাহলে যার Bank Account ব্যবহার করবেন তাঁর থেকে একটা Declaration নেওয়ার চেষ্টা করবেন এবং তা 100 টাকার Stamp-এ লিপিবদ্ধ করবেন। Notorised-ও করবেন।
ভিসার জন্যে প্রয়জনীয় ডকুমেন্টস :
1. VISA-এর Application-এর Form যা আপনি Embassy-এর Website থেকে Download করতে পারেন;
2. Passport, VISA Application-এর সময় আপনি যে Passport জমা দিবেন তার মেয়াদ এমন হতে হবে যে Bulgaria-তে পৌঁছানোর নির্ধারিত তারিখের পরও যাতে আরও তিন মাস কমপক্ষে ব্যবহার করার উপযোগী থাকে এবং দুই পৃষ্ঠা ফাঁকা থাকা আবশ্যক;
3. Bulgaria-এর Ministry of Education and Science কর্তৃক Issue হওয়া Letter of Acceptance;
4. Medical Insurance;
5. Bank Statement আর Bank Solvency Certificate;
6. যদি University VISA-এর আগে Tuition Fees paid-করতে বলে তাহলে আপনাকে Bank-এর থেকে যে আপনি সত্যি University-এর Bank Account-এ Tuition Fees পাঠিয়েছিলেন সেটার প্রমাণ হিসেবে SWIFT Copy জমা দিতে হবে Embassy-এর Authority-এর কাছে;
7. Affidavit of Financial Sponsorship;
8. কয়েক কপি ছবি এবং ছবির Background অবশ্যই White হতে হবে; *Flight-এর Reservation-এর কপি;
9. যদি আপনার বয়স আঠারো বছরের নীচে হয় তাহলে Birth Certificate এর কপি এবং আপনার Guardian-এর থেকে একটা Declaration-এর কপি এর ব্যবস্থা করতে হবে যে তাঁরা আপনাকে উচ্চশিক্ষার জন্য Bulgaria-তে পাঠাতে কোনও দ্বিমত পোষণ করছেন না;
10.সমস্ত Academic Documents (Certificates এবং Transcript) যা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে এবং Embassy কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে আপনার এ সকল Academic Document-গুলোকে Bulgaria-এর Embassy থেকেও সত্যায়িত করার কথা বলতে পারে;
11. Birth Certificate-এর কপি, Birth Certificate অবশ্যই English-এ হতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে;
12. Proof of Accommodation যদিও Bulgaria-এর VISA Application-এর ক্ষেত্রে সব সময় এটি চাওয়া হয় না;
*সাধারণতঃ 14 Working Days-এর মতো সময় লাগার কথা VISA-এর ব্যাপারে Decision পেতে তবে প্রকৃতপক্ষে আসলে এ Decision-টি পেতে পাঁচ থেকে ছয় সপ্তাহ এমনকি আরও বেশী সময় লেগে যেতে পারে।
আজ তাহলে এখানে শেষ করছি,
পরবর্তীতে আপনাদের সামনে হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।