Monday, January 25, 2021

Scholarships in Taiwan.

NTU Outstanding International Graduate Student Scholarships in Taiwan

National Taiwan University is Taiwan’s most prestigious comprehensive university, and one of Asia’s top-ranked universities. It offers more than 7,800 courses each semester, placing it tops in the nation in terms of both breadth of academic fields and volume of programs. 

Application Deadline: February 25, 2021

Brief Description

  • University: National Taiwan University
  • Department: NA
  • Course Level: Masters and PhD degree
  • Awards: TWD 130,000 per academic year.
  • Access Mode: Online
  • Number of Awards: Not Known
  • Nationality: International students
  • The award can be taken in Taiwan

Eligibility            

  • Eligible Countries: All nationalities
  • Acceptable Course or Subjects: Master and PhD degree will be awarded in any subject offered by the university
  • Admissible Criteria: To be eligible, the applicants must meet all the following criteria:
  • Candidates must have high school certificates for the undergraduate degree program, and they must have an undergraduate degree for a PhD degree program

How to Apply

  • How to Apply: To apply for this program, students must take admission in an undergraduate degree at the university. After that, they can apply directly through the National Taiwan University’s Office of International Affairs.
  • Supporting Documents: Applicants must submit the following documents: A detailed CV, Expression of interest (one-page maximum), and Reference from an academic supervisor.
  • Admission Requirements: For taking admission, applicants must check all the entry requirements of the university.
  • Language Requirement: Students need to demonstrate that they have a good level of written and spoken English.

Benefits

National Taiwan University provides scholarship divided into two parts:

  • Master: Tuition waiver + Monthly stipend of min. TWD 6,000 (USD 200)
  • PhD: Tuition waiver + Monthly stipend of min. TWD 8,000 (USD 265)

international awards at Eötvös Loránd University

 

international awards at Eötvös Loránd University, Hungary State 

Eötvös Loránd University is delighted to announce an excellent opportunity through its Hungarian State international awards in Hungary. The programme is available for the academic session 2021/2022.

The University is a Budapest based Hungarian public research university. Established in 1635, ELTE is one of Hungary’s largest and most prestigious institutions of public higher education.


Why study at Eötvös Loránd University? ELTE is the largest scientific institution in Hungary, with 118 doctoral programmes, offering 38 bachelor programmes, 96 master’s programmes and more than 50 foreign language graduation programmes. Via the Bologna process, the awarded course credits are transferable to universities in Europe.

Application Deadline: February 25, 2021

Brief Description

  • University or Organization: Eötvös Loránd University
  • Department: N/A
  • Course Level: Bachelor’s, master’s, doctoral
  • Award: Tuition fees
  • Number of Awards: 4
  • Access Mode: Online
  • Nationality: International
  • The award can be taken in Hungary

Eligibility      

  • Eligible Countries: Applications are accepted from around the world
  • Eligible Course or Subjects: Bachelor’s, master’s and doctoral degree programme in any subject offered by the University
  • Eligibility Criteria: To be eligible, the applicants must meet all the following/given criteria:
  • Must have a valid educational work plan or a bilateral agreement signed by the Hungarian Government or the Ministry of Human Capacities and the relevant ministry of the given country or territory.
  • Must have previous year degree or certificates with a good academic result.

How to Apply

  • How to Apply: To get enrolled for this opportunity student must have to take admission in a Bachelor, masters, doctoral degree programme at the University. After that, you can apply for the opportunity through the online portal.
  • Supporting Documents: Applicants must submit a CV, academic transcripts, passport, letter of recommendation, and other relevant documents.
  • Admission Requirements: To apply for the program applicants must have the previous year’s degree.
  • Language Requirement: Students whose first language is not English are expected to have an approved English language exam (such as IELTS) with an acceptable score before registering for an academic course.

Benefits

Eötvös Loránd University will provide tuition fees to the interested and deserving candidates.

Thursday, January 21, 2021

সরকারি ভাবে অস্ট্রেলিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ .....

 

Australia Work Permit Visa 2021 | Online Application Form!

If you want to work in Australia you will need a work visa. You Can Know on This Page How To  Get Australia Work Permit Visa 2020  and How to Fill Up Australia  Online Application Form! Jobs In Australia. Here you go for the Australian Work Permit Visa 2020.. How Can Also Know Australia work permit visa for Bangladeshi? Australia works visa 2020. Australia work for visa sponsor companies temporary work visa.  Australia work permit visa. https://immi.homeaffairs.gov.au/visas/working-in-australia

Australia Work Permit Visa 2021

Australia, officially the Commonwealth of Australia, is a sovereign country comprising the mainland of the Australian continent, the island of Tasmania, and numerous smaller islands. Largest city: Sydney Calling code: +61 Currency: Australian dollar (AUD) Government: Federal parliamentary.Australia immigration and work visas.

Eligibility:

·         are aged 18 to 30 years (inclusive) on the date you apply

·         hold a passport from an eligible country

·         have a letter of support from your government

Australia Immigration Work visas exist for the following professions:

·         skilled workers

·         people participating in specific activities

·         highly specialized workers

·         trainees, short-term

·         experienced businesspeople

·         investors































Types of Work Permits for Australia

·         Employer Nomination Scheme (ENS) visa – allows skilled workers nominated by their employer to live and work in the country permanently.

·         Regional Sponsored Migration Scheme (RSMS) visa – allows skilled workers nominated by their employer in regional Australia to live and work in the country permanently.

·         Skilled independent visa – for invited workers and New Zealand citizens with skills Australia needs to live and work permanently anywhere in Australia

·         Skilled Nominated visa – lets nominated skilled workers live and work in Australia as permanent residents.

·         Temporary Skill Shortage visa – temporary visa that enables an employer to sponsor a suitable skilled worker when an Australian is not available

·         Skilled Regional (Provisional) visa – temporary visa for skilled workers who want to live and work in regional Australia.

·         Temporary Work (Short Stay Specialist) visa – temporary visa that lets you do short-term, highly-specialized work in the country.

·         Temporary Work (International Relations) visa – temporary visa to work in particular circumstances that improve Australia’s international relations

·         Distinguished Talent visa ( – permanent visa for people who have an internationally recognized record of outstanding achievement in a profession, sport, the arts, or academia and research.

 

আমাদের সার্ভিস :
১. অনলাইন এপ্লিকেশন
২. Visa Processing.

ARKIMIDIS RAY.

CONTACT:

Mobile: 01571778751

 Mbile&WhatsApp: 01748222203

arkimidisku18@gmail.com

সামনের দিনগুলো তে ইউরোপে প্রবেশের সহজ দেশ কোনগুলো হবে ?

 

সামনের দিনগুলো তে ইউরোপে  প্রবেশের সহজ দেশ কোনগুলো হবে ?

আমরা সহজে ইউরোপ যাওয়ার জন্যে অনেক দৌড়াদৌড়ি  করি। কত এজেন্সী ,ফেইসবুক ,ইউটিউব ঘেটে শেষ করে ফেলি। শেষ ফলাফল হিসাবে এজেন্সী কে বিশ্বাস করে যেকোনো একটা দেশে ঢুকে তারপর পলায়ন করি। ২ বছর আগেও আমরা কখনো রোমানিয়া , ক্রোয়েশিয়া , বুলগেরিয়া এইসব দেশ এর কথা চিন্তাও করিনি। কিন্তু বর্তমান পরিস্তিতি এমন যে আমরা এখন রোমানিয়া ,ক্রোয়েশিয়া তে যাওয়ার জন্যে কুত্তার মতো ছুটে বেড়াই।

এখন আসি মূল আলোচনায়:-


আর কিছুদিন পরে বাংলাদেশী রা কোনদেশে ঝুঁকবে ? এটা সঠিক ভাবে বলতে গেলে আগে অতীত ইতিহাস না দেখলে বলা টা অনেকটা কঠিন হয়ে যাবে।

তাহলে বিলেত যাওয়ার যুগ দিয়েই শুরু করা যাক। এক সময় মানুষ জাহাজে করে বিলেত যেত এবং পড়াশোনা কিংবা ইউরোপে যাওয়া বলতে বিলেত যাওয়া কে বুঝাতো।

বহু বছর ধরে মানুষ এই বিলেতের দিকে ঝুঁকেছে।  তারপর সময়ের কালক্রমে একসময় ইতালিতে বাংলাদেশ থেকে প্রচুর লোক গিয়েছিলও  তখন ইতালিতে এমন একটা নিয়ম ছিল যে ইতালিতে কোন মানুষ প্রবেশ করলে কাউকে বের করে দেওয়া হতো না। রাজার শাসনের এটাই নিয়ম ছিল।  তখন মানুষ ইউরোপ যাওয়া বলতে ইতালিতে যাওয়াকেই মনে করত

এইভাবে মানুষ জার্মানি, ফ্রান্স, গ্রীস এসব দেশে পড়াশোনা করতে এমনকি সাগরপথে মানে ডলফিন ভিসা বা টারজান ভিসাতেও  দলে দলে গিয়েছিল।অনেক বছর ধরে গ্রীস এর পথে মানুষ ডলফিন ভিসার মাধ্যমে গিয়েছিল। তারপর ইতালিতে যখন ভিসা বন্ধ করে দেয়  তারপর আস্তে আস্তে পোল্যান্ডের দিকে স্টুডেন্ট ভিসার মাধ্যমে ধাবিত হয়।  একে একে হাঙ্গেরিতে একসময় স্টুডেন্টরা দলে দলে গিয়েছিল যেটার হার এখন অনেক কম পোল্যান্ড এও  অনেক কম।  বাংলাদেশীদের কর্মকাণ্ড এবং আচরণের কারণে এসব দেশগুলো ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে ফলে বাংলাদেশে মানুষ এখন ইউরোপের যে দেশে সহজে ঢুকতে পারে সেই দেশে ঢুকে পড়ছে  এবং তাদের অতীত কর্মকান্ড ও আচরণ অব্যাহত রাখছে ফলে দেখা যাচ্ছে প্রত্যেকটা দেশে এক দুই বছর করে ভিসা দিয়ে বাংলাদেশীদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে।

ইউরোপের অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দেয় না বা যেটুকু না দিল নয় ঠিক সেইটুকু দেয়। যেকারণে আমরা রোমানিয়া ,ক্রোয়েশিয়া এর মতো দেশে ঢুকতে চাই।

গত দুই বছর ২০১৯ এবং ২০২০ ধরে আমরা রোমানিয়া ,ক্রোয়েশিয়া কে চিনেছি এর আগে ভুলেও এইদেশ এর কথা চিন্তা করিনি।কিন্তু রোমানিয়া তা গিয়ে আবারো সেই একই কাজ... পলায়ন .... এইজন্য রোমানিয়া ও দৃষ্টি টা একটু বাঁকা করছে।  ক্রোয়েশিয়া কিন্তু আবাল লোকগুলো কে ছাটাই করছে। এমন কি অথোরাইজেশন টাও উঠিয়ে নিয়েছে।

এই বছর মানে ২০২১ এ আমরা সার্বিয়া ও আলবেনিয়া তা যাওয়ার জন্য ছুটাছুটি করছি। আবারো সেই একই কাজ করবো আশাকরি... পলায়ন .....

তারপর সার্বিয়াও আমাদের ভিসা দেওয়া কম করে দিবে। তখন আমরা ছুটবো কোথায় ? মোলদোভা , বসনিয়া , কসোভো এই দেশ গুলোতে। কারণ আমরা সহজে ভিসা পাবো আর সহজে পলায়ন করবো।

কেন যাবো বসনিয়া , কসোভো , সার্বিয়া ?

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

https://study-information-in-europe.blogspot.com/2021/01/blog-post.html

 

Friday, January 15, 2021

Bulgaria-তে উচ্চশিক্ষা !! Study In Bulgaria!!


আজকে এমন একটি দেশ সম্পর্কে এখানে আলোচনা করা হবে যে দেশটির নাম Bulgaria. Bulgaria-এর রাজধানী Sofia.
Bulgaria মূলতঃ তাঁদের জন্য যাঁরা হয় তো বা United States of America, Great Britain, Australia, New Zealand, Germany, France, Canada, Denmark, Sweden, Austria, Norway, Netherlands এ সকল দেশ তো বটেই এমনকি Schengen-ভুক্ত দেশগুলোতে আসলে যাঁদের আসার সামর্থ্য নেই বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় মধ্যবিত্ত অনেক পরিবারের সন্তানই অনেক আগেভাগে স্বপ্ন দেখে বাহিরে যাওয়ার কিন্তু সেটা পূরণ তাঁদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় Bulgaria মূলতঃ তাঁদের জন্যই।
Bulgaria-এর জাতীয় মুদ্রার নাম Bulgarian Lev যা Europe-এ সবচেয়ে Stable Currency-গুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। 01 Bulgarian Lev = 0.51 EURO এবং 01 Bulgarian Lev = 47.97 Bangladeshi Taka.
Bulgaria পৃথিবীর বিভিন্ন উন্নত দেশসমূহের মত 2021-সালের মধ্যে Romania-এর সাথে Bulgaria-ও Schengen-ভুক্ত দেশগুলোর তালিকায় সংযুক্তি লাভ করবে।

Bulgaria-এর কিছু উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে :

1. University of Sofia,
2. University of National and World Economy in Sofia,

3. University of Plovdiv Paisii Hilendarski,
4. Technical University of Sofia,
5. New Bulgarian University,
6. St. Cyril and St. Methodius University of Veliko Tarnovo ইত্যাদি উল্লেখযোগ্য।

আবেদনের সময় :

Bulgaria-এর University-গুলোতে সাধারণত Autumn অর্থাৎ September/October Session-এর জন্য Admission Offer-করা হয়ে থাকে। Bulgaria-এর University-গুলোতে English Language-এ পড়তে হলে IELTS কিংবা TOEFL এ ধরণের কোনও English Proficiency Test-এর কোনও বাধ্যবাধকতা নেই।

Tuition Fees:

সাধারণ Bulgaria-এর কোনও University-তে এখন European Union-এর সদস্য নয় এমন রাষ্ট্র থেকে আসা নাগরিকদের পড়াশুনার জন্য এক বছরে গড়ে 3,000-3,500 EURO গুনতে হয়। বিশ্ববিদ্যালয় কিংবা Subject-ভেদে Tuition Fees এর কম কিংবা বেশী হতে পারে। সাধারণ প্রত্যেক বছরের February কিংবা March মাসে Admission-এর জন্য Application নেওয়া আরম্ভ হয়, কোনও কোনও University May মাস থেকেও Admission-এর জন্য Application গ্রহণ করা শুরু করে। August কিংবা September-এর মাঝামাঝি সময় পর্যন্ত Application গ্রহণ করা হয়।

আবেদনের যোগ্যতাঃ

*Bulgaria-এর যে কোনও বিশ্ববিদ্যালয়ে আপনি যদি Bachelor এর জন্য Apply-করতে চান তাহলে আপনার H.S.C. আর S.S.C. পরীক্ষায় 65% Mark এবং আপনি যদি Masters-এর জন্য Apply-করতে চান তাহলে আপনার Bachelor-এর Academic Transcript-এ 65% Number-এর উপস্থিতি থাকা বাধ্যতামূলক এবং এটা সে দেশের Ministry of Education and Science কর্তৃক নির্ধারিত।
*আর আপনি যদি Masters Programme-এর জন্য Apply-করে থাকেন তাহলে আপনাকে আপনাকে Bachelor Complete করার পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং সেখান থেকে আপনার ভর্তির সমস্ত Document Collect-করে একটি প্রত্যয়ন পত্রের ব্যবস্থা করতে হবে যেখানে উল্লেখ থাকবে যে আপনি আপনার নিজ দেশের এ বিশ্ববিদ্যালয়ের একজন Student এবং আপনি এ বিশ্ববিদ্যালয়ের অধীনে Masters Complete-করছেন;
*Bulgaria-এর বেশীর ভাগ University-তে Admission পাওয়ার ক্ষেত্রে শর্ত থাকে যে আপনার সমস্ত Academic Document বিশেষ করে Certificate এবং Marke-sheet, Medical Certificate এবং যোগ্যতা পত্র Bulgaria এর ভাষায় Translate করে সেগুলোকে Notorised করতে হবে এবং Bulgaria-এর Embassy অথবা Consulate Office থেকে Attestation করাতে হবে।

ভিসা সংক্রান্ত তথ্য :

ঢাকার গুলশান দুই নম্বরে Bulgaria-এর Consulate Office-রয়েছে এবং Consulate Office-এর সাথে যোগাযোগের ঠিকানা :
Mr. Tanveer Imam- Honorary consul of Bulgaria in Dhaka, Bangladesh
Address of the Honorary Consulate:
House No. 14, 1st Floor
Road No. 50, Gulshan – 2
Dhaka – 1212
Bangladesh
Phone Number :- 00 8802 9861686
Email: imam.tanveer@gmail.comবাংলাদেশে Bulgaria-এর কোনও Embassy নেই, তাই আপনাকে VISA সংগ্রহের জন্য দিল্লিতে যেতে হবে।

Bulgaria-এর Embassy-দিল্লি:

দিল্লিতে অবস্থিত Bulgaria-এর Embassy-এর সাথে যোগাযোগের ঠিকানা আমি নীচে উল্লেখ করে দিচ্ছি।
Embassy of Bulgaria
Address: E P16/17, Chandra Gupta Marg, Chanakyapuri, New Delhi, Delhi 110021, India
Telephone:- +911126115550;
E-mail:- embassy.delhi@mfa.bg, bgembdelhi@yahoo.com
*ঢাকার গুলশান দুই নম্বরে অবস্থিত Bulgaria-এর Consulate Office কিংবা দিল্লিতে অবস্থিত Bulgaria-এর Embassy অথবা আপনার পছন্দের University কিংবা Bulgaria-এর Ministry of Education and Science এর সাথে যোগাযোগ করে আপনি এ সকল Documents কীভাবে Bulgaria এর ভাষায় Translate এবং Notary-করে Attestation এর জন্য জমা দিবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন, এছাড়াও আরও একটি বিষয় স্পষ্ট হতে পারেন যে ঢাকার গুলশান দুই নম্বরের Bulgaria-এর Consulate Office কিংবা দিল্লিতে অবস্থিত Bulgaria-এর Embassy কিংবা Bulgaria-এর Ministry of Education and Science এর কোনও Authorised প্রতিষ্ঠান আছে কী না Bulgaria এর ভাষায় Translate আর Notary-এর জন্য।
*অনেক সময় আপনার University চাইলে Bank Statement আর Bank Solvency Certificate চাইতে পারে এবং যদি আপনার নিজের Bank Account না থাকে তাহলে যার Bank Account ব্যবহার করবেন তাঁর থেকে একটা Declaration নেওয়ার চেষ্টা করবেন এবং তা 100 টাকার Stamp-এ লিপিবদ্ধ করবেন। Notorised-ও করবেন।

ভিসার জন্যে প্রয়জনীয় ডকুমেন্টস :

1. VISA-এর Application-এর Form যা আপনি Embassy-এর Website থেকে Download করতে পারেন;
2. Passport, VISA Application-এর সময় আপনি যে Passport জমা দিবেন তার মেয়াদ এমন হতে হবে যে Bulgaria-তে পৌঁছানোর নির্ধারিত তারিখের পরও যাতে আরও তিন মাস কমপক্ষে ব্যবহার করার উপযোগী থাকে এবং দুই পৃষ্ঠা ফাঁকা থাকা আবশ্যক;
3. Bulgaria-এর Ministry of Education and Science কর্তৃক Issue হওয়া Letter of Acceptance;
4. Medical Insurance;
5. Bank Statement আর Bank Solvency Certificate;
6. যদি University VISA-এর আগে Tuition Fees paid-করতে বলে তাহলে আপনাকে Bank-এর থেকে যে আপনি সত্যি University-এর Bank Account-এ Tuition Fees পাঠিয়েছিলেন সেটার প্রমাণ হিসেবে SWIFT Copy জমা দিতে হবে Embassy-এর Authority-এর কাছে;
7. Affidavit of Financial Sponsorship;
8. কয়েক কপি ছবি এবং ছবির Background অবশ্যই White হতে হবে; *Flight-এর Reservation-এর কপি;
9. যদি আপনার বয়স আঠারো বছরের নীচে হয় তাহলে Birth Certificate এর কপি এবং আপনার Guardian-এর থেকে একটা Declaration-এর কপি এর ব্যবস্থা করতে হবে যে তাঁরা আপনাকে উচ্চশিক্ষার জন্য Bulgaria-তে পাঠাতে কোনও দ্বিমত পোষণ করছেন না;
10.সমস্ত Academic Documents (Certificates এবং Transcript) যা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে এবং Embassy কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে আপনার এ সকল Academic Document-গুলোকে Bulgaria-এর Embassy থেকেও সত্যায়িত করার কথা বলতে পারে;
11. Birth Certificate-এর কপি, Birth Certificate অবশ্যই English-এ হতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে;
12. Proof of Accommodation যদিও Bulgaria-এর VISA Application-এর ক্ষেত্রে সব সময় এটি চাওয়া হয় না;

*সাধারণতঃ 14 Working Days-এর মতো সময় লাগার কথা VISA-এর ব্যাপারে Decision পেতে তবে প্রকৃতপক্ষে আসলে এ Decision-টি পেতে পাঁচ থেকে ছয় সপ্তাহ এমনকি আরও বেশী সময় লেগে যেতে পারে।

আজ তাহলে এখানে শেষ করছি,
পরবর্তীতে আপনাদের সামনে হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।