Thursday, January 21, 2021

সামনের দিনগুলো তে ইউরোপে প্রবেশের সহজ দেশ কোনগুলো হবে ?

 

সামনের দিনগুলো তে ইউরোপে  প্রবেশের সহজ দেশ কোনগুলো হবে ?

আমরা সহজে ইউরোপ যাওয়ার জন্যে অনেক দৌড়াদৌড়ি  করি। কত এজেন্সী ,ফেইসবুক ,ইউটিউব ঘেটে শেষ করে ফেলি। শেষ ফলাফল হিসাবে এজেন্সী কে বিশ্বাস করে যেকোনো একটা দেশে ঢুকে তারপর পলায়ন করি। ২ বছর আগেও আমরা কখনো রোমানিয়া , ক্রোয়েশিয়া , বুলগেরিয়া এইসব দেশ এর কথা চিন্তাও করিনি। কিন্তু বর্তমান পরিস্তিতি এমন যে আমরা এখন রোমানিয়া ,ক্রোয়েশিয়া তে যাওয়ার জন্যে কুত্তার মতো ছুটে বেড়াই।

এখন আসি মূল আলোচনায়:-


আর কিছুদিন পরে বাংলাদেশী রা কোনদেশে ঝুঁকবে ? এটা সঠিক ভাবে বলতে গেলে আগে অতীত ইতিহাস না দেখলে বলা টা অনেকটা কঠিন হয়ে যাবে।

তাহলে বিলেত যাওয়ার যুগ দিয়েই শুরু করা যাক। এক সময় মানুষ জাহাজে করে বিলেত যেত এবং পড়াশোনা কিংবা ইউরোপে যাওয়া বলতে বিলেত যাওয়া কে বুঝাতো।

বহু বছর ধরে মানুষ এই বিলেতের দিকে ঝুঁকেছে।  তারপর সময়ের কালক্রমে একসময় ইতালিতে বাংলাদেশ থেকে প্রচুর লোক গিয়েছিলও  তখন ইতালিতে এমন একটা নিয়ম ছিল যে ইতালিতে কোন মানুষ প্রবেশ করলে কাউকে বের করে দেওয়া হতো না। রাজার শাসনের এটাই নিয়ম ছিল।  তখন মানুষ ইউরোপ যাওয়া বলতে ইতালিতে যাওয়াকেই মনে করত

এইভাবে মানুষ জার্মানি, ফ্রান্স, গ্রীস এসব দেশে পড়াশোনা করতে এমনকি সাগরপথে মানে ডলফিন ভিসা বা টারজান ভিসাতেও  দলে দলে গিয়েছিল।অনেক বছর ধরে গ্রীস এর পথে মানুষ ডলফিন ভিসার মাধ্যমে গিয়েছিল। তারপর ইতালিতে যখন ভিসা বন্ধ করে দেয়  তারপর আস্তে আস্তে পোল্যান্ডের দিকে স্টুডেন্ট ভিসার মাধ্যমে ধাবিত হয়।  একে একে হাঙ্গেরিতে একসময় স্টুডেন্টরা দলে দলে গিয়েছিল যেটার হার এখন অনেক কম পোল্যান্ড এও  অনেক কম।  বাংলাদেশীদের কর্মকাণ্ড এবং আচরণের কারণে এসব দেশগুলো ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে ফলে বাংলাদেশে মানুষ এখন ইউরোপের যে দেশে সহজে ঢুকতে পারে সেই দেশে ঢুকে পড়ছে  এবং তাদের অতীত কর্মকান্ড ও আচরণ অব্যাহত রাখছে ফলে দেখা যাচ্ছে প্রত্যেকটা দেশে এক দুই বছর করে ভিসা দিয়ে বাংলাদেশীদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে।

ইউরোপের অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দেয় না বা যেটুকু না দিল নয় ঠিক সেইটুকু দেয়। যেকারণে আমরা রোমানিয়া ,ক্রোয়েশিয়া এর মতো দেশে ঢুকতে চাই।

গত দুই বছর ২০১৯ এবং ২০২০ ধরে আমরা রোমানিয়া ,ক্রোয়েশিয়া কে চিনেছি এর আগে ভুলেও এইদেশ এর কথা চিন্তা করিনি।কিন্তু রোমানিয়া তা গিয়ে আবারো সেই একই কাজ... পলায়ন .... এইজন্য রোমানিয়া ও দৃষ্টি টা একটু বাঁকা করছে।  ক্রোয়েশিয়া কিন্তু আবাল লোকগুলো কে ছাটাই করছে। এমন কি অথোরাইজেশন টাও উঠিয়ে নিয়েছে।

এই বছর মানে ২০২১ এ আমরা সার্বিয়া ও আলবেনিয়া তা যাওয়ার জন্য ছুটাছুটি করছি। আবারো সেই একই কাজ করবো আশাকরি... পলায়ন .....

তারপর সার্বিয়াও আমাদের ভিসা দেওয়া কম করে দিবে। তখন আমরা ছুটবো কোথায় ? মোলদোভা , বসনিয়া , কসোভো এই দেশ গুলোতে। কারণ আমরা সহজে ভিসা পাবো আর সহজে পলায়ন করবো।

কেন যাবো বসনিয়া , কসোভো , সার্বিয়া ?

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

https://study-information-in-europe.blogspot.com/2021/01/blog-post.html

 

No comments:

Post a Comment