চেক প্রজাতন্ত্রে
উচ্চশিক্ষা
Study
in Checz Republic
চেক প্রজাতন্ত্র সেন্ট্রাল ইউরোপের একটি দেশ। অফিসিয়াল ভাষা চেক। এর রাজধানী প্রাগ। এর চারপাশের দেশ গুলি হল- অস্ট্রিয়া, জার্মানি, পোল্যান্ড এবং স্লোভাকিয়া। দেশটি ২০০৪ সালে ইউরোপিয়ান ইউনিয়নের অধিভুক্ত হয় এবং ২০০৭ সালে সেনজেনভুক্ত হয়।মুদ্রার নাম চেক ক্রুনা।
চেক প্রজাতন্ত্র এর কয়েকটি টপ র্যাংকড ইউনিভার্সিটি:
§
Charles University in
Prague, website: http://www.cuni.cz/UKENG-1.html
§
Czech Technical University in
Prague, website: https://www.cvut.cz/en
§
Masaryk University in
Brno, website: https://www.muni.cz/
§
Czech University of Life
Sciences Prague, website: https://www.czu.cz/en/
§
University of South Bohemia,
website: https://www.jcu.cz/?set_language=en
ইউনিভার্সিটিতে আবেদনের সময় ও টিউশন ফিঃ
নভেম্বর/ডিসেম্বর এবং এপ্রিল/মে বছরে এই ২ টা সেশানে অ্যাপ্লাই করা যায় । রেজাল্ট কমপক্ষে ৬০% থাকা ভালো। টিউশন ফি প্রতি বছরে 4০০-14০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
অ্যাপ্লিকেশান এর সময় প্রয়োজনীয় ডকুমেন্টস
§
1. অনলাইন অ্যাপ্লিকেশন
§
2. অ্যাপ্লিকেশান ফি ২০ থেকে ৮০ ইউরো পর্যন্ত হয়ে থাকে
§
3. আপনার ছবি ( যদি লাগে, সাইজ ইউনিভার্সিটি থেকে জেনে নিবেন)
§
( ব্যাচেলর, মাস্টার এর জন্য সার্টিফিকেট ট্রান্সকিপ্টের নোটারি কপি, অনেক বিশ্ববিদ্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত কপি চায় )
§
4. ইউরোপাস ফরম্যাটের সি ভি (যদি চায়)
§
5. মোটিভেশন লেটার
§
6. আইইএলটিএস স্কোর ৫.৫ থেকে ৬.৫ ( প্রিভিয়াস স্টাডি মিডিয়াম অব ইন্সট্রাকসান ইংলিশ হলে আইইএলটিএস লাগবে না, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির রেজিস্টার বা এক্সাম কন্ট্রোলারের নিকট থেকে এই সার্টিফিকেট নিতে হবে এবং তা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে ), কিছু ইউনিভার্সিটিতে আইইএলটিএস ছাড়াও আবেদন করা যায়।
§
7. ওয়ার্ক এক্সপেরিয়ান্স (যদি থাকে)
§
8. রিকমেনডেসান লেটার
§
9. পাসপোর্টের ফটোকপি
আবেদন প্রক্রিয়া :
উপরোক্ত ডকুমেন্টের হার্ড কপি সমূহ আপনাকে ইউনিভার্সিটির অ্যাড্রেসে ডেডলাইনের মধ্যেই পাঠাতে হবে, কিছু ইউনিভার্সিটিতে অনলাইনেই আপলোড করতে হয়। তারপর আপনাকে এনট্রান্স টেস্ট অথবা স্কাইপ ইন্টারভিউ দিতে হবে। সর্বোচ্চ ১ মাসের মধ্যে ইউনিভার্সিটি আপনাকে জানাবে আপনি উত্তীর্ণ হয়ছেন কিনা।
উত্তীর্ণ হলে ইউনিভার্সিটি আপনাকে ইমেইলে অফার লেটার পাঠাবে এবং তাদের ১ম বর্ষ বা ১ম সেমিস্টারের টিউসন ফি অগ্রিম দিতে হবে (ভার্সিটিভেদে ভিন্ন হতে পারে)। যদি আপনার ভিসা না হয় তাহলে আপনার টাকা রিফানডেবল হবে। টিউসন ফি প্রদানের পর ইউনিভার্সিটি আপনার হোম এড্রেসে এম্বাসি ফেইস করার জন্য ফাইনাল লেটার হার্ড কপি পাঠাবে।
সাধারণত ক্লাস শুরু হওয়ার কমপক্ষে ২ মাস আগে ভিসার জন্য আবেদন করতে হয়। কারন চেকের ভিসা প্রসেস হতে ২ মাস, কোন কোন ক্ষেত্রে ৩ মাস সময় লাগে।
ভিসা সংক্রান্ত তথ্যঃ
ভিসা ইন্টার্ভিউ এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
§
1 অরিজিনাল পাসপোর্ট (কমপক্ষে ৩ মাস মেয়াদ থাকা লাগবে)
§
2 ১ কপি ছবি (৩.৫ X ৪.৫ সে.মি.)
§
3 পূরণ করা লঙ টার্ম ভিসা এপ্পলিকেসান ফর্ম। ফর্মটি এই https://bit.ly/2Mces9C ওয়েবসাইট হতে ডাউনলোড করুন।
§
4 অফার লেটারের অরিজিনাল কপি
§
5 একুমোডেশন এর অরিজিনাল হার্ড কপি ( কমপক্ষে ০৬ মাসের জন্য নিবেন )
§
6 এপ্লিকেন্টের একাউন্টে ৬ – ৭ লাখ (৯২,১৩০ চেক ক্রুনা – বাংলাদেশী টাকায় কমবেশি ৩৭০,০০০ টাকা দেখালেই যথেষ্ট,) টাকার ব্যাংক ব্যালেন্স/স্টেটমেন্ট দেখাতে পারলে ভাল( ব্লক অ্যাকাউন্ট নয় ), ব্যাংক সার্টিফিকেট এবং সর্বশেষ ৩ মাসের স্টেইটমেন্ট ব্যাংক ম্যানেজার কতৃক স্বাক্ষরিত হতে হবে। (পিতা-মাতা স্পন্সর হতে পারবে এবং তার একাউন্টে টাকা দেখানো যাবে, সেক্ষেত্রে আপনার পিতা-মাতা কে একটি এফিডেভিট করে দিতে হবে যেখানে উল্লেখ থাকবে যে, চেকে থাকাকালীন সকল খরচ আপনার স্পন্সর বহন করবেন )। যে একাউন্টে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন সে একাউন্টের সাথে লিংকড ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড (ডেবিট/ক্রেডিট কার্ড) লাগবেই।
§
7 অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নোটারাইজ করে নিবেন)
§
8 রেসিডেন্স পারমিট এপ্রুভড হওয়ার পরে ভিসা আবেদনের সময় হেলথ ইন্স্যুরেন্স লাগবে
**সকল ডকুমেন্টস চেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে এবং সুপারলিগ্যালাইজ (শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও চেক এমব্যাসি থেকে সত্যায়ন) করতে হবে । কিছু ইউনিভার্সিটিতে অফিসিয়াল অফার লেটার পাওয়ার আগেই সুপারলিগ্যালাইজ করতে হয়।
পার্ট – টাইম জব সুবিধা ও পড়াশোনা শেষে জব খোঁজাঃ
বিদেশী শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ পাবেন। থাকা – খাওয়া বাবদ মাসে ৩০০ – ৪০০ ইউরো এর মত লাগতে পারে। পড়াশোনা শেষে ৯ মাসের জন্য জব খোঁজার ভিসা পাবেন (জুলাই ২০১৯ থেকে নতুন নিয়ম)। গত জুলাই মাসে চেক কর্তৃপক্ষ অভিবাসন নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ২ টি হচ্ছেঃ
১। পড়াশোনা শেষে ৯ মাসের জব খোঁজার ভিসা
২। রেসিডেন্স স্ট্যাটাস পরিবর্তন
§
এখন থেকে বিদেশী শিক্ষার্থী যারা চেক প্রজাতন্ত্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি বা যে কোন পূর্ণ মেয়াদী কোর্সে পড়াশোনা করেছেন, করছেন বা করবেন, তারা পড়াশোনা শেষে জব খোঁজার জন্য আরও ৯ মাসের ভিসা পাবেন।
§
ব্যাবসায়িক হিসেবে যারা আছেন তারা সহজেই চাইলে স্টাডি রেসিডেন্স পারমিটে তাদের স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন।
*আগে এরকম কোন সুযোগ ছিল না।
স্থায়ী বসবাসঃ
একটানা ৫ বছর বৈধভাবে থাকার পরে স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করা যাবে। পড়াশোনার সময়কালের অর্ধেক ধরা হবে ( ৩ বছরের কোর্স হলে ১.৫ বছর গণনা করা হবে)। সেই সাথে চেক ভাষা দক্ষতা সহ আনুসঙ্গিক আরও কিছু যোগ্যতা থাকতে হয়।

No comments:
Post a Comment