Wednesday, January 13, 2021

IELTS ছাড়া ইউরোপের যে যে দেশে যাওয়া যাবে......

 

IELTS ছাড়া ইউরোপের যে যে দেশে যাওয়া যাবে.......

(নতুনদের জন্যে আবার ও পোস্ট টি দিলাম। )
ইউরোপের দেশ গুলোর মধ্যে এমন অনেক দেশ আছে যেখানে কোনো রকম IELTS অথবা Medium Of Instruction [MOI] এর উল্লেখ থাকে না। আবার এখন আপনারা ভাবতেপারেন তাহলে কি এই দেশ ছাড়া অন্য কোনো দেশে যেতে পারবো না ? আসলে ব্যাপারটা তা না। ইউরোপের বেশিরভাগ দেশে IELTSম্যান্ডেটরি একথা বলে না। আপনি যদি ৪ বছর ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন তাহলে আপনার জন্য কোনো প্রব্লেম না। মিডিয়াম অফ ইন্সট্রাকশন দিয়ে আপনি এপলাই করতে পারবেন। তবে IELTSথাকলে আপনার অস্ত্রের ধার টা একটু বেশি হলো এই র কি?
তাহলে দেখি IELTS ছাড়া কোন দেশ আছে......

### Non সেনজেন কান্ট্রি###
১. বুলগেরিয়া
২. ক্রোয়েশিয়া
৩. রোমানিয়া
*** সার্বিয়া ***[এখানে আপনার জন্য পথ চেয়ে বসে আছে]
[সাগর পথ বা অন্য কোনো অসৎ পথ না যেয়ে এই দেশ গুলো তে যান।]
## এবার আসি সেনজেন কান্ট্রি###
১. পোল্যান্ড [ সব ইউনিভার্সিটি তা ম্যান্ডেটরি থাকে না MOI হলেও চলে]
২.ইতালি [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
৩. মালটা [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
৪. গ্রিস [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
৫. পর্তুগাল [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
৬. ফ্রান্স [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
7. হাঙ্গেরি [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
এবার বলবেন MOIকোথায় পাবো। এটা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে নিবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি এর স্টুডেন্ট রা কোই যাবে তাহলে ???
"চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ি ধরা "
## বাকি সব দেশ গুলো তে MOI দিয়ে এপলাই করতে পারবেন ###
অনেক এজেন্সি বলে কোনো IELTS লাগবে না। আসলে ওরা চুরি করে MOI তৈরী করে আপনার ফাইল এর সাথে সাবমিট করে যেটা আপনিও জানেন না।
বিঃদ্রঃ ২০১৮ এর থেকে হাঙ্গেরি এবং ২০১৯ এর থেকে পোল্যান্ড আরো অনেক আগে থেকে ইতালি বাংলাদেশী স্টুডেন্ট দের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে আমাদের চাসড়ামি [খারাপ কাজ] এর জন্য।
এখানে একটা কথা বলে রাখা ভালো , আপনি IELTS ছাড়া এডমিশন পাবেন কিন্তু যার IELTS স্কোর আছে তার জন্যে কিন্তু এম্বাসেডর সিট টা আগেই দিয়ে দিবে। সতুরাং আপনার পসিবিলিটি কমে গেল।
আর্কিমিডিস রায় 

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছি। আমি MOI কিভাবে পাব???

    ReplyDelete