এস্তোনিয়ায় (ESTONIA) উচ্চশিক্ষা নিয়ে আলোচনা!!!!
এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম তাল্লিন।
Estonia -এর জাতীয় মুদ্রার নাম Estonian Kroon (EEK). তবে তারা ইউরো ব্যাবহার করে। আর ১ ইউরো সমান কত তা তো আর আপনাদের বলা দেওয়া লাগবে না। তারপর ও বলি 1 EURO =96.91 Bangladeshi Taka.
Estonia এর University:
ইংরেজি মাধ্যমে পড়াশুনার জন্য ০৫ টি বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশ্ববিদ্যালয় গুলি হলঃ
1. Tallinn University, website: www.tlu.ee/en
2. University of Tartu, website: www.ut.ee/en
3. Tallinn University of Technology, website: www.ttu.ee
4. Estonian Business School, website: http://www.ebs.ee/en/
5. Estonian University of Life Sciences, website: https://www.emu.ee/en/
ইউনিভার্সিটিতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
1. অনলাইন/অফলাইন অ্যাপ্লিকেশান
2. এইচ.এস.সি ও এস.এস.সি এর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট(যদি লাগে )
3. ০১ টি পাসপোর্ট সাইজের ছবি।(ছবির পিছনে অবশ্যই নিজের
স্বাক্ষর থাকতে হবে)
স্বাক্ষর থাকতে হবে)
4. ইউরোপাস ফরম্যাটের সিভি
5. সর্বশেষ একাডেমিক ট্র্যান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের নোটারাইজ কপি
6. মোটিভেশন লেটার অথবা থিসিস প্রপসাল। (থিসিস প্রপসাল মাস্টার
ও পিএইচডি আবেদনকারীদের জন্য)
ও পিএইচডি আবেদনকারীদের জন্য)
7. ইংলিশ প্রফিসিয়ান্সি সার্টিফিকেট(আইইএলটিএস ৫.৫ অথবা যদি
আপনার পূর্বের পড়াশুনার ভার্সন সম্পূর্ণ রূপে ইংলিশ হয় তার
নোটারাইজ কপি)
আপনার পূর্বের পড়াশুনার ভার্সন সম্পূর্ণ রূপে ইংলিশ হয় তার
নোটারাইজ কপি)
8. পাসপোর্টের কপি
9. অ্যাপ্লিকেশান ফী পরিশোধের রশিদ/প্রমাণ
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ও প্রক্রিয়াঃ
সাধারণত প্রত্যেক বছর Autumn Intake (September-October Session-এ) এ University-গুলোতে Admission-নেওয়া হয়। । University-তে Online Application-এর প্রয়োজন পড়ে। Application-এর সময়সীমা সাধারণভাবে প্রত্যেক বছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত। আপনাকে বেশীর ভাগ University-এর Website-এ প্রবেশ করে সেখানকার International Admission Office-এর Address-টি সংগ্রহ করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় আলোচনা করতে হবে। উদাহরণস্বরূপ কেউ যদি “University of Tallinn”-এ Apply-করতে চান তাহলে আপনাকে নিচের link থেকে প্রয়জনীয় তথ্য কালেক্ট করতে হবে। https://www.tlu.ee/uldkontaktid https://www.tlu.ee/sisseastumine
Application Link:
এস্তোনিয়া তে এপ্লিকেশন করার জন্য আমাদের সব চেয়ে বড় যে প্রব্লেম হয় সেটি হলো কিভাবে এপ্লিকেশন করবো ? ইউনিভার্সিটি এর ওয়েবসাইট এ যেয়ে তো এপলাই করতে পারচি না। আন্নাও দেশ এর মতো এখানে এপলাই করার উপায় নাই। ভাই তাহলে কি করবো? এস্তোনিয়া তে এপলাই করতে হলে আপনাকে নিচের লিংক এর মাদ্ধমে করতে হবে। যা এস্তোনিয়া এর সকল ইউনিভার্সিটি এর ক্ষেত্রে প্রযজ্য।
বিঃদ্রঃ তাল্লিন বিশ্ববিদ্যালয় এবং তাল্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মাস্টারস এ আবেদনকারীদের জন্য ব্যাচেলর এ কমপক্ষে ৬০% মার্কস থাকতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমন ধরাবাঁধা নিয়ম নেই।
উপরোক্ত ইংলিশ প্রফিসিয়ান্সি সার্টিফিকেট যদি আপানর না থাকে তারপরেও আপনি ভর্তি হতে পারবেন, সেজন্য আপনাকে ০১ বছরের ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে হবে। এই কোর্স ফি কম – বেশি ৪০০০ ইউরো এবং এই সুযোগটি শুধুমাত্র তাল্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে।
একাডেমিক পরীক্ষায় ৫১% নম্বর ( ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে )
IELTS 5.5 -6.5 ( ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে )
টিউশন ফীঃ
ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে সাধারণত প্রতি বছরে টিউশন ফি 1500 থেকে ৭৫০০ ইউরো পর্যন্ত লাগতে পারে। চিকিৎসা বিষয়ে সেটা ১০০০০ – ১২০০০ ইউরো পর্যন্ত হতে পারে।
*** তবে পিএইচডি প্রোগ্রামে কোন টিউসান ফী নেই।
বিঃদ্রঃ তাল্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু মাস্টার প্রোগ্রামে টিউসান ফী নেই।
কিভাবে আপনার ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়ের এড্রেসে পাঠাবেনঃ
ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়ের এড্রেসে পাঠানোর পদ্ধতি নিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি নিজে প্রেরক হয়ে পাঠাতে চান তাহলে অবশ্যই নোটারাইজ কপি পাঠাতে হবে। কিছু বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা থাকে এইরূপ যে, “আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান আপনার পক্ষ থেকে ( প্রেরক হয়ে ) শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব খামে সকল ডকুমেন্ট(নোটারাইজ করার দরকার নেই) পোস্ট বা কুরিয়ারে ইস্তোনিয়ান বিশ্ববিদ্যালয়ের এড্রেসে পাঠাতে হবে” তখন ব্যাক্তিগত নিজের নাম ব্যাবহার করে ডকুমেন্ট পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।
কোন কোন বিশ্ববিদ্যালয়/প্রোগ্রাম এর ক্ষেত্রে আপনার একাডেমিক দক্ষতা ও ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য স্কাইপ ইন্টারভিউ নিতে পারে। স্কাইপ ইন্টারভিউ দেওয়ার ০৩ সপ্তাহের মধ্যে আপনার ই-মেইলে ভর্তির ফলাফল জানানো হবে।
ভিসা সংক্রান্ত তথ্যঃ
আমাদের দেশে ইস্তোনিয়ার কোন দূতাবাস বা কনস্যুলেট নেই। আপনাকে ভিসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের নয়া দিল্লি যেতে হবে।
এস্তোনিয়ান এমব্যাসি নয়া দিল্লী, ভারত এর ওয়েবসাইট ও ঠিকানাঃ
Address:
Website: http://www.newdelhi.vm.ee
Tel +91 11 4948 8650
Tel (+372) 613 4850 (calls from Estonia)
Fax +91 11 4948 8651
Email: Embassy.New-Delhi@mfa.ee
Visa queries: consul.delhi@mfa.ee
Consular and visa reception: Mondays, Wednesdays and Fridays 10.00-13.00 (except bank holidays)
নোটঃ ইস্তোনিয়ান ভিসা প্রসেস হতে ০৩ মাস সময় লাগে। ভিসা ইন্টারভিউ পর কিছুদিন পর পর আপনার ই-মেইল চেক করবেন। যাতে আপনার ইউনিভার্সিটি বা এম্বাসির কোন ই-মেইল আসলেই সাথে সাথে জবাব দিতে পারেন। কেননা অনেক সময় টেম্পোরারি রেসিডেন্স পারমিট এপ্রুভ হতে সময় বেশি নেয়। তাই অন টাইমে ক্লাস যোগদানের জন্য এম্বাসি শর্ট টার্ম ভিসা আবেদন করার পরামর্শ দিতে পারে। এম্বাসির এইরূপ পরামর্শ পাবার পর, অতি দ্রুত আপনাকে নিউ দিল্লি গিয়ে শর্ট টার্ম ভিসার আবেদন করতে হবে এবং শর্ট টার্ম ভিসা আপনাকে ৭ দিনের ভিতর দিবে। এরপর টেম্পোরারি রেসিডেন্স পারমিট কার্ড আপনাকে ইস্তোনিয়া যাবার পর নিতে হবে।
আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে
হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।

No comments:
Post a Comment