Thursday, January 14, 2021

Croatia -তে উচ্চশিক্ষা!!! Study In Croatia !!!

 Croatia -তে উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা 

Croatia এর রাজধানী Zagreb এবং বৃহত্তম নগরী।
Croatia-এর জাতীয় মুদ্রার নাম Croatian Kuna. 01 EURO =7.44 Croatian Kuna কিংবা 01 Croatian Kuna = 12.61 Bangladeshi Taka.
1991-সালে স্বাধীনতা লাভের পর থেকে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতির পথে অগ্রসর হতে থাকে Croatia. 2013-সালে Croatia European Union-এর অন্তর্ভুক্ত হয় এবং খুব শীঘ্রই Croatia Europe-এর বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত হওয়া Common Border Frame অর্থাৎ Schengen-এর তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

Croatia এর University:

1. University of Zagreb,
2. University of Rijeka, University of Zadar,
3. Sveučilište u Splitu,
4. University of Dubrovnik ইত্যাদি।
Croatia-এর University-গুলোতে European Union-এর সদস্য নয় এমন রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে সে রকম ভাবে Scholarship-এর তেমন সুবিধা নেই। তবে টিউশন ফিস এর উপর কিছু স্কলারশিপ দিয়ে থাকে।
Croatia-এর বেশীর ভাগ University-গুলোতে Admission এর ক্ষেত্রে IELTS-এর বাধ্যবাধকতা নেই।

প্রয়জনীয় ডোকুমেন্টস:

Croatia-এর University-গুলোতে Application Process অনেক জটিল এবং অনেকটা সময় সাপেক্ষ। তাই আপনাকে কমপক্ষে ছয় মাস পূর্ব থেকে Application-এর কাজ শুরু করতে হবে। February এবং July বছরে এ দুইবার Admission-এর জন্য Application করা যায়। Master programme-এর ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনও সময় July-এর দিকেও Application Start করার সুযোগ রয়েছে।
বিস্তারিত:–https://www.studij.hr/calendar

এপ্লিকেশন প্রক্রিয়া :

Croatia-এর University-গুলোতে Centralised প্রক্রিয়ায় Admission-এর জন্য Apply-করতে হয়। এজন্য আপনাকে নিম্নের উল্লিখিত Link-এর যে কোনও একটিতে গিয়ে Account Open-করে Log in করতে হবে এবং আপনার Admission-এর ব্যাপারে Application প্রক্রিয়া শুরু করতে হবে:-
বিস্তারিত তথ্যের জন্য নীচের দেওয়া Website Check-করতে পারেন:-

Tuition Fees:

Degree Equivalence এর ক্ষেত্রে 400 Croatian Kuna-এর একটি Fees প্রদান করতে হয়, Masters-এর Applicant-দেরকে সাধারণত Degree Equivalence-এর কথা বলা হয় বেশীর ভাগ ক্ষেত্রে। সাধারণত প্রত্যেক বছরের September কিংবা October মাস থেকে Croatia-তে Academic Session-শুরু হয়।
University of Zagreb এর লিংক টা নিচে দেওয়া হলো।

ভিসা সংক্রান্ত তথ্য :

Croatia-এর কোনও Embassy Bangladesh-এ নেই, তাই VISA-এর জন্য আপনাকে Delhi-তে যেতে হবে।VFS Global-এর মাধ্যমে আপনি আপনার VISA-এর যাবতীয় Documents জমা দিবেন.

Croatia-এর Embassy-এর ঠিকানা:

Embassy of Croatia in New Delhi,
A-15, West End Colony, Near Shanti Niketan,
New Delhi, Delhi-110021, India;
Phone Number:- +911141663101;
E-mail address:-croemb.new-delhi@mvpei.hr
VFS Global Services Pte. Limited,
Shivaji Stadium Metro Station, Mezzanine Level,
Baba Kharak Singh Marg, Connaught Place,
New Delhi, Delhi-110001
E-mail Address:- infoin.croatia@vfshelpline.com,
Phone Number:- +912267866020
নিম্নের উল্লেখিত Link থেকে আপনি Croatia-এর VISA Application জমা দেওয়ার জন্য Appointment পেতে পারেন:-
Croatia-এর VISA-এর জন্য কোনও Interview-এর প্রয়োজন হয় না, কেবল মাত্র Document Submission করতে হয়।VISA-এর Fees 60 EURO বা 5,000 Indian Rupee-এর কাছাকাছি।

VISA Application-এর জন্য নিম্নলিখিত Documents প্রয়োজন:-

i) VISA Application Form যা আপনি Embassy-এর Website-এ পাবেন কিংবা VFS Global-এর Website-এও খুঁজে পাবেন (https://crovisa.mvep.hr/default.aspx?langId=en);
ii) Passport (Passport-এর মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে এবং অন্ততঃ পক্ষে দুইটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে);
iii) 35mm X 45mm-এর White Background-এর কয়েক কপি ছবি;
iv) Covering Letter (Covering Letter-এ Applicant-এর Details, Passport-এর Details, Travel Details এবং Sponsor-এর বিস্তারিত বর্ণনা থাকতে হবে);
v) University-এর Enrolment Letter;
vi) Approval Letter যা Croatia-এর Ministry of Education কর্তৃক Issue-হতে হবে;
vii) সমস্ত Academic Documents (Certificates এবং Transcript), সমস্ত Academic Documents অবশ্যই English-এ হতে হবে এবং বাংলাদেশের শিক্ষা-মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে;
viii) যদি University Tuition Fees paid-করতে বলে VISA-এর Application জমা দেওয়ার পূর্বে তাহলে Tuition Fees payment-এর Receipt;
ix) Proof of Accommodation;
x) Birth Certificate-এর কপি, Birth Certificate অবশ্যই English-এ হতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা সত্যায়িত হতে হবে;
xi)Police Clearance-এর কপি;
xii) Health Insurance-এর কপি;
xiii) Motivational Letter;
xiv) Bank Statement এবং Solvency Certificate ও সেই সাথে Affidavit of Financial Sponsorship;
xv) English Proficiency-এর Certificate (যদি প্রয়োজন হয়);
xvi) Flight Reservation-এর কপি;
নির্ধারিত VISA Application Centre (বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই একবার দিল্লিতে অবস্থিত Croatia-এর Embassy আর VFS Global-এর সাথে যোগাযোগ করে নিবেন VISA Application-এর ব্যাপারে কোনও চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের পূর্বে) এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় Documents জমা দেওয়ার দিন হতে 15 Working Days সময় লাগবে (কখনও কখনও পাঁচ থেকে ছয় সপ্তাহও হতে সময় লাগতে পারে) VISA-এর ব্যাপারে Decision-পেতে।
আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে
হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।

No comments:

Post a Comment