নরওয়েতে উচ্চশিক্ষা
দেশ পরিচিতি:
ইউরোপের চারটি নরডিক দেশের মধ্যে নরওয়ে একটি।বিশ্বে যে কয়টি শান্তিপূর্ণ দেশ রয়েছে সেগুলোর মধ্যে নরওয়ে অন্যতম।নরওয়ে ইউরোপে অবস্থিত একটি স্কেন্ডেনেভীয় দেশ। দেশটির রাজধানী অসলো এবং এটি দেশের সবচেয়ে বড়।
University of Oslo
University of Bergen
University of Tromso
Norwegian University of Science and Technology
University of Agder
University of Stavanger
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
এখানে সাধারণত যেসব ডকুমেন্টস দরকার সেগুলো দেওয়া হল। অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট এ দেখে নিবেন।
অনলাইন/অফলাইন অ্যাপ্লিকেশান
সকল একাডেমিক ডকুমেন্টস
ভাষাগত যোগ্যতার সার্টিফিকেট
পাসপোর্ট কপি (কমপক্ষে ১ বছর মেয়াদ থাকতে হবে)
পাসপোর্ট সাইজ ছবি
স্টেটমেন্ট অব পারপাস/মোটিভেশন লেটার
চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
ব্যাংক স্টেটমেন্ট (আবেদনকারীর একাউন্ট) – নরওয়েজিয়ান মুদ্রায় ১২১২২০ (NOK)
বিঃদ্রঃ সকল ডকুমেন্টস অবশ্যই সত্যায়িত হতে হবে। যদি ইংরেজিতে না থাকে তাহলে ডকুমেন্টসগুলো ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে হবে।
ভর্তির যোগ্যতাঃ
১। একাডেমিক পরিক্ষায় কমপক্ষে ৬০% নম্বর থাকা ভাল।
২। কমপক্ষে এইচ + ১ বছর বাংলাদেশী ইউনিভার্সিটিতে পড়াশোনা থাকতে হবে (ব্যাচেলরে অ্যাপ্লাই এর জন্যে), বিস্তারিত এখানেঃ https://www.nokut.no/.../nokuts-country-database/GSU-list/
৩। কমপক্ষে ৩ বছর মেয়াদী ব্যাচেলর (মাস্টার্সে অ্যাপ্লাই এর জন্যে)
৪। কমপক্ষে ২ বছর মেয়াদী মাস্টার্স (পিএইচডি/ডক্টোরাল প্রোগ্রাম এর জন্যে)
৫। কমপক্ষে IELTS ৬ থাকতে হবে।
৬। কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে ভর্তির জন্যও ব্যাংক স্ট্যাটমেন্ট দেখাতে হয় যা নরওয়েজিয়ান মুদ্রায় ১২১২২০ (NOK)।
টিউশন ফিঃ
নরওয়েতে সরকারী ইউনিভার্সিটিগুলোতে কোন টিউশন ফি প্রদান করতে হয় না। তবে প্রতি সেমিস্টারে সেমিস্টার ফি বাবদ ৩০০ – ৬০০ নরওয়েজিয়ান ক্রুন দিতে হয়।
আবেদনের সময়সীমাঃ
সাধারণত নভেম্বর/ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বিদেশী শিক্ষার্থীরা আবেদন করতে পারে। নরওয়েতে একেক ইউনিভার্সিটিতে একেক সময় দিতে পারে। তাই আবেদনের সময়সীমা জানতে হলে আপনাকে সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইট এ খুঁজে দেখতে হবে ।বলে রাখা ভাল, কিছু ইউনিভার্সিটিতে কোন কোন ক্ষেত্রে প্রি-যোগ্যতার শর্ত থাকে, তাই একটু আগে থেকেই ভাল করে ইউনিভার্সিটির ওয়েবসাইট এ চোখ রাখা ভাল।
স্কলারশিপঃ
নরওয়েতে আগে কোটাভিত্তিক স্কলারশিপের সুযোগ ছিল যেখানে বাংলাদেশও এই কোটাভিত্তিক স্কলারশিপে আবেদন করতে পারতো। কিন্তু সেটা এখন বন্ধ আছে। তবে অন্যান্য স্কলারশিপ থাকতে পারে।
স্কলারশিপ খুঁজুন এখানেঃ http://www.studyinnorway.no/Study-Norway/Scholarships
বিঃদ্রঃ নরওয়েতে কোন ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ নেই।
ভিসা সংক্রান্ত তথ্যঃ
ভর্তির লেটার পাওয়ার পর আপনাকে নরওয়ের ব্যাংকে নরওয়েজিয়ান মুদ্রায় ১২১২২০ (NOK) পাঠাতে হবে (স্কলারশিপ প্রাপ্তদের জন্য নয়)। আপনার ইউনিভার্সিটি বলে দিবে কোন একাউন্টে পাঠাবেন এবং প্রক্রিয়া কি। ভিসা না হলে পুরু টাকাই ইউনিভার্সিটি আপনাকে ফেরত দিবে।
ইইউ / ইইএ / ইএফটি এর বাইরের দেশগুলির আবেদনকারীদের জন্য:
আপনি যদি EU / EEA / EFTA অঞ্চলের বাইরে থেকে এসে থাকেন তবে আপনাকে শিক্ষার্থীদের আবাসনের অনুমতিের জন্য আবেদন করতে হবে। আপনার দেশের Requirements এখানে দেখুন। https://www.udi.no/en/ant-to-apply/studies/
প্রতিটি আবেদনের জন্য একটি প্রসেসিং ফি রয়েছে। এই ফিস পরিবর্তিত হতে পারে।
দয়া করে সাবধান হোন যে আপনার কাছে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে, প্রতি বছর কমপক্ষে NOK 121 220 পরিমান লাগতে পারে। আপনি প্রতি বছর আবেদন করতে হবে, যদি আপনি এক বছরের বেশি স্থায়ী স্টাডি প্রোগ্রাম অনুসরণ করেন। আপনি যদি এমন কোনও প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন যা টিউশন ফি চার্জ করে তবে আপনাকে এই অতিরিক্ত ব্যয়টিও কাটাতে সক্ষম হবেন তা নথিভুক্ত করতে হবে। একটি সাধারণ নিয়ম হিসাবে, নরওয়েজিয়ান ইমিগ্রেশন অধিদফতরের জন্য অর্থটি একটি নরওয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা দরকার। NOK 4 900 এর ভিসা আবেদনের জন্যও চার্জ রয়েছে।
দয়া করে নোট করুন যে ডকুমেন্টেশন প্রয়োজনীয়তাগুলি দেশ থেকে দেশে পরিবর্তিত হয় এবং পরিবর্তিত হতে পারে। আরও তথ্যের জন্য আপনার নিকটবর্তী নরওয়েজিয়ান বিদেশী পরিষেবা মিশনে যোগাযোগ করুন। আপনি যদি নরওয়েতে থাকেন তবে স্থানীয় পুলিশকে যোগাযোগ করুন। মনে রাখবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে এই প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ দিতে সক্ষম হবে।
ইউরোপীয় ইউনিয়ন / ইইএ / ইএফটিএর বাইরের দেশগুলির বিনিময় শিক্ষার্থীদের জন্য উপরের বিধিগুলিও বৈধ। স্থিতিশীলতা বৃত্তি, ছাত্র loansণ বা স্বদেশের অন্যান্য পাবলিক ফান্ডিংয়ের মাধ্যমে অর্থায়ন করা হয়, তবে আবেদনের সাথে বৈধ ডকুমেন্টেশন অবশ্যই আবশ্যক।
এনবি! পড়াশোনা শেষ হওয়ার পরে শিক্ষার্থী তার / তার দেশে আইনী স্থায়ী বাসভবনে ফিরে আসবে এই পূর্বশর্তের অধীনে নরওয়েতে এক শিক্ষার্থীর আবাসনের অনুমতি দেওয়া হয়।
রেসিডেন্স পারমিট এর জন্য অ্যাপ্লাই করতে প্রথমে এখানে যানঃ https://www.udi.no/en/want-to-apply/studies এখানে গিয়ে আপনার দেশের নাম ও কোন দেশের নাগরিক সেটা পছন্দ করে চেক করুন। তারপরে এখানে গিয়ে অ্যাপ্লাই করুনঃ https://selfservice.udi.no/en-gb
ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
স্টুডেন্ট রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশান ফর্ম (পাসপোর্ট সাইজ ছবিসহ)
পাসপোর্ট কপি
ইউনিভার্সিটির অফার লেটার
স্টেটমেন্ট অব পারপাস/মোটিভেশন লেটার
হাউজিং ডকুমেন্ট
ব্যাংক স্টেটমেন্ট এবং ব্লক একাউন্ট কনফার্মেশন
**ডকুমেন্ট চেকলিস্টঃ http://www.studyinnorway.no/Stud.../Student-residence-permit
আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে হাজির
হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।🥰🥰🥰আর্কিমিডিস রায়।

No comments:
Post a Comment