যে যে দেশের ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে ?
আমরা বেশিরভাগ সময় একটা প্রশ্নের সম্মুখীন হই যে বাংলাদেশে কোন কোন দেশের এম্বেসী আছে ? আর কোন কোন দেশের ভিসা এর জন্যে ইন্ডিয়া যেতে হবে ? এম্বেসী বাংলাদেশে আছে কি না ইত্যাদি ? আসলে একটু গুগলে সার্চ করলেই এগুলো পাওয়া যায় । তারপরেও এখানে আপনাদের সুবিধার্থে ইউরোপের যে দেশগুলোর এম্বাসি বাংলাদেশে আছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো।
• Embassy of Sweden
• Embassy of Switzerland
• Embassy of the Federal Republic of Germany
• Embassy of the Republic of France
• Embassy of the Republic of Italy
• Royal Netherlands Embassy
• Royal Norwegian Embassy
. Embassy of Denmark
. Embassy of UK
. Embassy of Turkey
এগুলো ছাড়া বাকি সব দেশের ভিসার জন্যে ইন্ডিয়া যেতে হবে। তবে কয়েকটি দেশের ফাইল বাংলাদেশে অবস্থিত এম্বাসি গ্রহন করে কিন্তু আমার মতে ইন্ডিয়া যাওয়া ভাল।
কোন এম্বাসির নাম বাদ পড়লে বা নতুন কোন এম্বেসী যুক্ত হলে নিচে মন্তব্য সেকশনে জানানোর অনুরোধ রইল। যাতে এই ডকুমেন্ট এ যোগ করা যায় ।
আর্কিমিডিস রায়।

No comments:
Post a Comment