ফ্রান্সে উচ্চশিক্ষা!!!
দেশ পরিচিতিঃ
ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি সেঞ্জেনভুক্ত দেশ। রাজধানী প্যারিস দেশের বৃহত্তম শহর এবং প্রধান সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্রের সাথে একটি একক আধা-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র। প্যারিস কে বলা হয় “দ্যা সিটি অব লাভ” । মুদ্রা ইউরো এবং সিএফপি ফ্রান্চ।
Université Paris 6 Pierre and Marie Curie
Université Paris Sud (Paris XI)
École Normale Supérieure Paris
Université Claude Bernard Lyon 1
Université de Bordeaux
Université Denis Diderot Paris 7
Université de Strasbourg
ইউনিভার্সিটিতে আবেদনের সময়
ফ্রান্সের ইউনিভার্সিটিতে বিদেশী শিক্ষার্থীরা সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে, সময় ইউনিভার্সিটি/কোর্সভেদে ভিন্ন হতে পারে।
ইউনিভার্সিটিতে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
পূরণকৃত অ্যাপ্লিকেশান ফর্ম
ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট, যেমনঃ IELTS/TOEFL (ইংরেজি মাধ্যমের জন্য)
এসএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
এইচএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (মাস্টার্স এ অ্যাপ্লাই করতে)
মাস্টার্স ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (পিএইচডি এর জন্য)
পাসপোর্ট কপি
জন্ম নিবন্ধন সার্টিফিকেট কপি
পাসপোর্ট সাইজ ছবি
বিঃদ্রঃ ইউনিভার্সিটিভেদে ডকুমেন্টসলিস্ট ও যোগ্যতাসমূহ ভিন্ন হতে পারে। তাই অ্যাপ্লাই এর পূর্বে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিবেন। অনেক সময় ইংরেজি ভাষা দক্ষতার কোন প্রমাণ না থাকলে কোন কোন ইউনিভার্সিটি অনলাইনে ইংরেজির উপর পরীক্ষা নিতে পারে এবং রচনাও লিখতে বলা হতে পারে।
আপনার অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হলে আপনাকে ভর্তির যোগ্যতাসমূহ পূরণ করে তাদেরকে টিউশন ফি পে করতে হবে।
টিউশন ফিঃ
ফ্রান্সে ইউনিভার্সিটি বা কোর্স ভেদে টিউশন ফি প্রতি সেমিস্টারে ৩০০ – ১০০০ ইউরো হয়ে থাকে। তবে কিছু কিছু প্রোগ্রাম/কোর্স/ইউনিভার্সিটি তে টিউশন ফি আরও বেশি হতে পারে।
ভিসা সংক্রান্ত তথ্য
ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
বৈধ পাসপোর্ট
২ কপি পূরণকৃত অ্যাপ্লিকেশান ফর্ম ( অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করুন এখান থেকেঃ https://bd.ambafrance.org/Download-the-application-form-for )
২ টি পাসপোর্ট সাইজ ছবি
ফ্লাইট বুকিং টিকেট (এটা করতে কোন টাকা লাগে না, শুধু বুকিং দিবেন)
ভিসা অ্যাপ্লিকেশান ফি (স্কলারশিপ প্রাপ্তদের ফি লাগে না)
হেলথ ইস্যুরেন্স (যতদিন এর কোর্স ততদিনের করতে হবে)
জন্ম নিবন্ধন
সিভি/রিজিউমি
সকল একাডেমিক ডকুমেন্টস
ইউনিভার্সিটির অফার লেটার
স্কলারশিপ লেটার ( যদি পেয়ে থাকেন )
ব্যাংক স্টেটমেন্ট, সল্ভেন্সি (যিনি আপনার সকল খরচ বহন করবেন তার অর্থাৎ স্পন্সরের)
হাউজিং সার্টিফিকেট/ডকুমেন্ট ( যদি ফ্রান্সে কোন আত্মীয়ের বাসাকে হাউজিং এর জন্য দেন তাহলে ঐ শহরের স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত উনার/উনাদের বাসার সকল কন্ট্রাক্ট পেপার দেখাতে হবে )
স্পন্সরের জন্ম নিবন্ধন সার্টিফিকেট কপি, যা দ্বারা আপনার সাথে উনার সম্পর্ক কি সেটা বুঝায় ( যদি থাকে )
অতিরিক্ত ডকুমেন্টসঃ
টিউশন ফি পরিশোধের কপি/প্রমাণ
আইইএলটি এস/ফ্রেঞ্চ ভাষা দক্ষতার সার্টিফিকেট ( Alliance française certificates, IELTS, TOEFL )
ট্রেনিং সার্টিফিকেট (যদি লাগে)
কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি লাগে)
কিভাবে ভিসার জন্য আবেদন করবেন
১। আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিকভাবে প্রস্তুত করেন
২। এমব্যাসির Cultural attachée তে এপোয়েন্টমেন্ট এর জন্যে ইমেইল করেন
৩। এপোয়েন্টমেন্ট এর দিন সকল ডকুমেন্টস নিয়ে এমব্যাসিতে সঠিক সময়ে উপস্থিত হন
৪। ঐদিন ই এমব্যাসি আপনাকে একটি ২য় আবশ্যকীয় এপোয়েন্টমেন্ট দিবেন
** ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৩ সপ্তাহ সময় লাগে।
Plurennial Residence Card
পাসপোর্ট ট্যালেন্ট এর উদ্দেশ্য পল্লনিনিয়াল রেসিডেন্স কার্ড (“পাসেসপোর্ট ট্যালেন্ট”) আন্তর্জাতিক প্রতিভাগুলির ফ্রান্সে প্রবেশের সুবিধা প্রদান করা। এটি বিশেষ করে তরুন গ্র্যাজুয়েট যারা গবেষক, কোম্পানির প্রতিষ্ঠাতা বা ইনোভেটিভ ইকোনমিক প্রোজেক্ট এর ডিজাইনার, ফ্রেঞ্চ টেক প্রোগ্রাম এর অং গ্রহণকারী, আর্টিস্ট, উচ্চ পর্যায়ের অ্যাথলেটদের ইস্যু করা হয়।
এই কার্ডটি আপনি এবং আপনার পরিবারকে ৪ বছরের ভিসা দেয়। এই সময়ের মধ্যে জব করার অধিকার আছে।
স্থায়ী বসবাসের সুযোগ (পিআর):
আপনি একটানা ৫ বছর বৈধভাবে থাকার পর স্থায়ী বসবাসের (পিআর) জন্যে আবেদন করতে পারবেন। অবশ্য এক্ষেত্রে আরও কিছু শর্ত রয়েছে।
ফ্রেঞ্চ এমব্যাসি বাংলাদেশঃ
For the Consular Section,
Madani Avenue,
Baridhara Diplomatic Enclave,
Dhaka 1212
Tel : +880 2 55 66 86 00
Email
For location map click here.
For the Economic Department,
Address: Madani Avenue, Baridhara Diplomatic Enclave, Dhaka 1212
Telephone: +880 2 55 66 86 00
Email
For location map
For the Diplomatic Chancery or Cultural Department,
Madani Avenue,
Baridhara Diplomatic Enclave,
Dhaka 1212
Tel : +880 2 55 66 86 00
Fax: +880 2 5566 8610
Madani Avenue,
Baridhara Diplomatic Enclave,
Dhaka 1212
Tel : +880 2 55 66 86 00
For location map click here.
For the Economic Department,
For location map
For the Diplomatic Chancery or Cultural Department,
Madani Avenue,
Baridhara Diplomatic Enclave,
Dhaka 1212
Tel : +880 2 55 66 86 00
ফ্রেঞ্চ কালচারাল সেন্টার, ঢাকাঃ
আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে
হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।

No comments:
Post a Comment